রোজগার

Lottery Winning: পুজোর আগে ‘বাম্পার’ লটারি জেতার উপায়! একবার জানলেই পাবেন

আমাদের মধ্যে অনেকেই পুজোর আগে কিভাবে লটারির টিকিট জেতা (Lottery Winning) যায় সেই সম্পর্কে জানতে ইচ্ছুক। আর অনেকে আছেন যারা এতদিন পর্যন্ত লটারির টিকিট (Lottery Ticket) কিনেছেন কিন্তু কোন না কোন কারণের জন্য তারা এখন পর্যন্ত কোন বড় পরিমাণ টাকা জিততে পারেননি। তাদের আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নেওয়া উচিত।

Dear Lottery Winning Tips

বহু মানুষ লটারি কাটেন কোটিপতি বা লাখপতি হওয়ার আশায় আবার কেউ শখের বসেও লটারি কাটেন। লটারিতে জেতা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। লটারি জেতার ভাগ্যের ব্যাপার বলে পুরোটা ভাগ্যের উপরে ছেড়ে দিলে চলে না। নিজেকেও কিছু করতে হয় তার জন্যে লটারিতে জেতার জন্যে কিছু টিপস (Lottery Winning) সম্পর্কে জেনে রাখতে হয়।

How to Win Lottery

এই লটারি জেতার টিপস সম্পর্কে জেনে রাখলে আপনাদের লটারি জেতার (Lottery Winning) সম্ভাবনা 90% বেড়ে যাবে। তবে একটি বিষয় মনে রাখবেন এই টিপস মেনে কাটলেই যে জিততে পারবেন এমনটা কিন্তু নয়। এই গুলোর মাধ্যমে লটারি কাটার একটি ধারনা পেতে পারবেন এবং নিজের ভাগ্য বদলাতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন এই বিষয়ে।

পুজো বাম্পার ‘লটারি জেতার উপায়’

দিন দিন লটারি কাটার পরিমান বাড়ছে। তাই লটারি কাটলে যাতে জেতা যায় তার জন্যে কি কি পদ্ধতি আছে তা জানতে চায় মানুষ। তবে একটি বিষয় মনে রাখবেন সব জিনিস এরই অভিজ্ঞতা খুব প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে ততে সফল হওয়া মুশকিল। যেই মানুষের লটারি কাটার (Lottery Winning) অভিজ্ঞতা আছে অনেক দিনের তার জেতার সম্ভবনা বেশি।

ঠিক এমনই আপনার যদি লটারি জেতার টিপস (Lottery Winning) নিয়ে যদি পুর্ব অভিজ্ঞতা থাকে তাহলে বাকিদের তুলনায় সহজেই আপনি লটারি জিততে পারবেন। আর আগের থেকে এই সম্পর্কে আপনারা আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন। আর এই সকল তথ্য জেনে নিয়ে আপনারা নিজেরা সতর্ক হয়ে সিদ্ধান্ত নেবেন এবং মনে রাখবেন এইটি যেন অভ্যাসে রূপান্তরিত না হয়।

Jio Recharge Plan (জিও দুর্গাপুজোর প্ল্যান)

লটারি জেতার ফর্মুলা

খেয়াল রাখবেন লটারির টিকিটের শেষের দুই সংখ্যা যেন বিজোড় হয়। বিগত কিছু লটারি বিজেতাদের টিকিট পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে সংখ্যা গুলো বিজোড় ছিল যেমন – 1,3,7,5 ইত্যাদি। তাই মনে করা হচ্ছে বিজোড় সংখ্যা বিশিষ্ট লটারি গুলো জেতার চান্স বাড়িয়ে দেয়। আপনি লটারি কাটার সময় আপনার পছন্দের সংখ্যা বাছুন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে নিজেদের কাখি নাম্বার কেটে জিতেছেন অনেকেই। তাই একবার চেষ্টা করে দেখতে পারেন।

পুজোর মুখে রান্নার গ্যাসের দাম বাড়ল! মধ্যবিত্তের আর শান্তি নেই

টিকিটের প্রথম সংখ্যা যেন জোর হয়। যেমন – 2, 4, 6, 8 এই সব। ‘786’ সংখ্যাটি আছে এমন টিকিট বাছুন। মাইথলজি বলে এই সংখ্যাটি খুব শক্তিশালি। বিজেতারা অনেকেই জানান এই সংখ্যা বিশিষ্ট লটারি টিকিট (Lottery Winning) কেটে অনেকেই জিতেছেন। তবে একটি বিষয় মনে রাখবেন লটারি কাটা যেন নেশায় পরিণত না হয়। কারন এই লটারি অনেকের সংসার নষ্ট করেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles