Kolkata Airport Recruitment: কলকাতা এয়ারপোর্টে চাকরির খবর। মাধ্যমিক পাশে মোটা মাইনে
চাকরির খবর চাকরির খবর (Kolkata Airport Recruitment) এমন অনেক ছেলে মেয়েরা রয়েছেন যারা বর্তমানে সরকারি চাকরি (Government Job) খুঁজছেন কিন্তু এই চাকরি পাওয়া তো আর ওত সোজা কথা নয়। আর তাদের জন্য আজকে এক বেসরকারি চাকরির সম্পর্কে এক দারুণ খবর জানিয়ে দিতে চলেছি। সম্পূর্ণ তথ্য আগের থেকে জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
Kolkata Airport Recruitment 2024
কলকাতা এয়ারপোর্ট এবং এয়ার ইন্ডিয়ার (Air India) তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা এয়ারলাইনে চাকরি করতে চান তারা ঝট করে প্রতিবেদনটি পুরোটা পরে ফেলুন। আর এইবারে সকলকে কলকাতাতেই চাকরির (Kolkata Airport Recruitment) জন্য নিয়োগ করা হবে। সম্প্রতি ইন্ডিয়া সার্ভিস লিমিটেড (AIASL Recruitment) পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। কি পদে নিয়োগ করা হবে চলুন জেনে নিন।
Air India Recruitment
এয়ার ইন্ডিয়া যেই দুটো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সে দুটি হল ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এবং হ্যান্ডিয়ান পদে কর্মী নিয়োগ করবে। এয়ার ইন্ডিয়ার (Air India) এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদে মোট শূন্যপদ 30 টি আর হ্যান্ডিয়ান পদের জন্যে শূন্যপদ রাখা হয়েছে 112 টি।
এই পদে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 18 থেকে 28-র মধ্যে (Kolkata Airport Recruitment). SC, ST ক্যাটাগোরির প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। ইউটিলিটি এজেন্ট কাম র্রাম্প ড্রাইভার পদে যেসব প্রার্থীরা নিয়োগ হবে তারা প্রতি মাসে পাবেন 20300 টাকা। আর হ্যান্ডিয়ান পদে যারা নিয়োগ হবেন তারা পাবেন প্রতি মাসে 18660 টাকা করে বেতন।
এয়ারপোর্টে কাজের শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারি প্রার্থীদের অবশ্যই ইংরেজি এবং বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।
- এই দুটি পদের জন্যেই প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে (Kolkata Airport Recruitment).
- ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদের জন্যে প্রার্থীদের LMV ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
বিদ্যুৎ বিলের খরচ কমতে চলেছে পশ্চিমবঙ্গে! কিভাবে এই সুবিধা পাবেন?
আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন
প্রথমে আপনাকে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (Kolkata Airport Recruitment). সেখানে গিয়ে আবেদনপত্রটি ঠিক মত নির্ভুল ভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে ফর্মটি সাবমিট করে দিতে হবে। এয়ার ইন্ডিয়ার এই পদ দুটিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তারিখ ঠিক করা হয়েছে 31 শে অক্টোবর 2024। এই চাকরির বিষয়ে আরো তথ্য জানার জন্য AIASL-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.