Kolkata Metro Recruitment 2024 – কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ। কত শূন্যপদে নিয়োগ?
চাকরিপ্রার্থীদের জন্যে আবার সুখবর। কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ (Kolkata Metro Recruitment 2024) করা হবে। এখনকার দিনে চাকরি পাওয়ার প্রতিযোগিতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দেশের ও রাজ্যের সকল ছেলে মেয়েদের মধ্যে। আর সেই চাকরি যদি সরকারি (Government Job) হয় তাহলে তো আর কোন কথাই নেই। আজকের এই প্রতিবেদনে এমনই এক চাকরির সম্পর্কে আমরা জেনে নিতে চলেছি। কোন পদে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন? এই সব বিষয়ে আপনাদের জানাব।
Kolkata Metro Recruitment 2024.
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation Limited) এর তরফ থেকে কর্মী নিয়োগ (Kolkata Metro Recruitment 2024) করা হবে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। আর এর ফলে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে চলেছে বলে মনে করছেন অনেকে।
কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ
কলকাতা মেট্রো (Kolkata Metro) হল দেশের সর্বপ্রথম মেট্রো রেল। এক পরিসংখ্যান অনুসারে এই মেট্রো রেলে প্রায় ৭ লক্ষের কাছাকাছি কর্মী বর্তমানে কর্মরত এবং প্রতিদিন অন্তর মেট্রোয় যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই সকল যাত্রীদের বিশ্বমানের পরিষেবা দেওয়ার জন্য Kolkata Metro Recruitment 2024 বা কলকাতা মেট্রোয় নিয়োগ করা হবে।
Kolkata Metro Recruitment 2024 Post, Vacancy, Age
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড যে পদের জন্য কর্মী নিয়োগ (Kolkata Metro Recruitment 2024) এর বিজ্ঞপ্তি দিয়েছেন তা হল জেনারেল ম্যানেজার। এই পদে মোট শূন্যপদ একটি। 1 জন কেই নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্যে প্রার্থীর বয়স হতে হবে 1/04/2021 এর তারিখ আনুযায়ী 55 বছরের মধ্যে হতে হবে। আর এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আরও তথ্য জানানো হল।
কলকাতা মেট্রোয় চাকরির যোগ্যতা
এই জেনারেল ম্যানেজার পদে আবেদন করার জন্যে কি যোগ্যতা লাগবে সে বিষয়ে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল নোটিসে উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের বিশেষ দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে। এই বিষয়ে জানার আরো স্পষ্ট করে জানার জন্য আফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন।
Kolkata Metro Recruitment 2024 Salary & Apply Process
এই পদে চাকরি পেলে কত বেতন দেওয়া হবে তা সম্পর্কে কিছু বলা হয়নি। বেতনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। কিন্তু চাকরির আগে এই সম্পর্কে আপনাদের সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে নিজের সব তথ্য দিয়ে একটি CV বা আবেদনের ফরম্যাট বানাতে হবে তারপর এর সাথে নিজের একাধিক নথি ও এর সাথে নিজের পাসপোর্ট সাইজ ফোটো যোগ করতে হবে।
কলকাতা মেট্রোয় চাকরিতে কিভাবে আবেদন করবেন?
তারপরে এই সব জিনিস একটি খামে পুরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করতে হবে। চাকরিপ্রার্থীদের আবেদন ফর্ম পাঠাতে হবে এই নিম্নলিখিত ঠিকানায়- General Manager (Admin & HR), Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata- 700021.
Kolkata Metro Recruitment 2024 Last Date of Apply
এই পদে আবেদনের শেষ তারিখ হল 6ই জুন 2024. এই পদে আবেদন সংক্রান্ত তথ্য আরো ভালো করে জানার জন্যে মূল আফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন। আর এই চাকরি সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা আবেদন করবেন। এই চাকরি সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.