পশ্চিমবঙ্গের খবর

Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের কড়া নির্দেশ দেওয়া হল! না মানলে কি হবে?

রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। যে সব জায়গায় পুলিশের (Kolkata Police) কাজ সেই সব জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায়। বহুবার বহু জায়গায় সিভিকদের দাদাগিরিও অভিযোগ উঠেছে। একাধিকবার বিতর্কে উঠেছেন তারা। এবার আর জি কর (R G Kar) কাণ্ডের পর সিভিকদের (Civic) নিয়ে বিতর্ক আরো দ্বিগুণ হয়েছে।

New Announcement for West Bengal Civic Volunteer

এর ফলে অস্বস্তিতে পরেছে পুলিশ প্রশাসন। আর তাই এবার পুজোর আগেই সিভিকদের (Civic Volunteer) নিয়ে করা নির্দেশিকা জারি করল লালবাজার (Lalbazar Police Station). আর এবারে এই নিয়ে সকলেই জানতে চাইছে যে লালবাজারের তরফে Civic Volunteer দের নিয়ে একদম পুজোর দোরগোড়ায় এসে কি এমন সিদ্ধান্ত নেওয়া হল, তাহলে চলুন শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক।

সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কি সিদ্ধান্ত নিল লালবাজার?

Civic Volunteer দের কাজের সীমা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বহু বার তাদের কাজের নির্দেশিকা নিয়ে নিয়ম জারি করা হয়েছে। গত কয়েক বছরে আদালত আর সরকারের তরফ থেকে বহু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে বিগত দিনে বাংলায় ঘটে যাওয়া একাধিক ঘটনার কারনে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিভিকদের। তাই এই জন্য লালবাজার কড়া নির্দেশিকা দিল সিভিকদের।

নির্দেশিকায় কি বলা হয়েছে?

নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে এমন অনেক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) আছে যারা পুলিশের স্টিকার লাগানো বাইক বা গাড়ি ব্যবহার করছেন। এই বিষয়টি আইন বীরুদ্ধ। তাই এই নিয়েই নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। জানানো হয়েছে ডিউটির সময় কোনো সিভিক ভলেন্টিয়ার পুলিশের গাড়ি বা বাইক ব্যবহার করতে পারবে না।

WBMDFC (বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ)

পুজোর আগে কড়া নির্দেশ

শুধু তাই নয়, পুলিসের গাড়ি বা বাইক ব্যবহার করা তো দূর পুলিসের স্টিকার ও নিজেদের বাইকে লাগাতে পারবে না। এই নিয়ে ইতিমধ্যে লালবাজার থানা থেকে সব থানায় মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন এই নিয়মের পর থেকে Civic Volunteer-রা আর পুলিসের বাইক ব্যবহার করতে পারবে না। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যে শুধু পুলিশের গাড়ি ব্যবহার করার অভিযোগ আছে তা নয় এই গুলো ছাড়াও আরো অনেক অভিযোগ আছে সিভিকদের বিরুদ্ধে।

৩ হাজার জমিয়ে লাখপতি! স্টেট ব্যাঙ্কের RD স্কিমে সবচেয়ে বেশি সুদ

তাই এবার এই সব অভিযোগ নিরশনের জন্যে কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। কয়েক দিন আগেই এক সিভিক ভলেন্টিয়ার ডিউটি তে থাকা কালীন মদ্যপান করে বাইক চালাতে গিয়ে একটি জমায়েতের মাঝে ঢুকে পরে এই আভিযোগ পেতেই এই সিভিককে গ্রেফতার করে পুলিশ। তাই এই ঘটনার পর থেকেই ডিউটিতে থাকাকালীন কেউ যদি মদ্যপান করেন তাহলে তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
Written by Ananya Chakraborty.

Related Articles