Krishak Bandhu 2025: কৃষক বন্ধু অনলাইন আবেদন। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) কৃষক বন্ধু প্রকল্প ২০২৫ এ (Krishak Bandhu 2025) অনলাইনে আবেদন করতে চাইলে এই সম্পর্কে আজকে আপনাদের সকল তথ্য সম্পর্কে জানিয়ে দিতে চলেছি। রাজ্যের লক্ষাধিক কৃষকদের (Farmers) জন্য এই সরকারি প্রকল্প (Government Scheme 2025) নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee).
Krishak Bandhu 2025 next Installment Date
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন। দেশের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকার প্রকল্পের সূচনার মাধ্যমে দেশের জনগণের আর্থিক সুরক্ষা দেওয়াই প্রধান লক্ষ্য সরকারের। খাদ্য উৎপাদনের জন্য যে মানুষদের মেহনত ও নিরলস পরিশ্রম থাকে, সেই সমস্ত মানুষদের জন্য।
কৃষকদের জন্য সরকারি প্রকল্প
কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা’ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকেও ‘কৃষকবন্ধু প্রকল্পের’ মাধ্যমেও রাজ্যের কৃষকদের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করা হয়। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে ১০০০০ টাকা পর্যন্ত টাকা দেওয়া হয়ে থাকে বছরের দুই বার করে।
রবি এবং খারিফ মরশুমে দেওয়া হয়ে থাকে এই অনুদান। এইবারে খরিফ মরশুমের টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে, তাদের টাকা ঢুকবে কিছু দিনের মধ্যেই। আপনার টাকা ঢুকেছে কিনা কিভাবে স্ট্যাটাস চেক করবেন? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে করা হলো। আর আগের থেকে এই সম্পর্কে জেনে নিলে আগামী দিনে সুবিধা হবে সকলের।
কৃষকবন্ধু স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি
১) প্রথমে আপনাকে যেতে হবে কৃষক বন্ধু পোর্টালের ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটিকে সিলেক্ট করতে হবে।
৩) কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যেতে পারে। এই কাজটি করার জন্য “আধার কার্ড” বা ভোটার কার্ড অপশনটি নির্বাচন করে নিতে হবে।
৪) এরপর কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বরকে নির্ভুলভাবে ইন্টার করতে হবে।
৫) এরপর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাবেন।
৬) স্ট্যাটাসের যদি “Delete Farmer/ No Data Found” এই লেখাটি উল্লেখ থাকে তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে।
৭) এছাড়া কেওয়ায়সি জমা করতে হবে, কেওয়াইসি জমা না দিলে আপনি প্রকল্পের টাকা পাবেন না।
কবে টাকা দেওয়া হবে ২০২৫ সালে?
কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হয় সাধারণত জুন মাসে। এর মধ্যে যদি কবে থেকে টাকা দেওয়া হবে সেই তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে তা আমরা জানিয়ে দেবো প্রতিবেদনের মাধ্যমে। আপনি কৃষকবন্ধু প্রকল্পের জন্য আরো অন্যান্য সমস্যার কথা জানাতে চাইলে ফোন করতে পারেন সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত 8336957370 / 6291720406 এই দুইটি নাম্বারে।
Krishak Bandhu Online Apply
- একজন কৃষককে আবেদন করতে গেলে কৃষকের চাষযোগ্য জমি থাকতে হবে।
- জমির পড়চা থাকতে হবে। যদিও সেটা পাট্টা জমি অথবা নিজের জমি কিংবা বর্গাদার জমিও হলেও চলবে।
- কৃষক তো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
- কৃষকের নিজস্ব সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
রাজ্যে শুরু হবে ‘দুয়ারে সরকার ক্যাম্প’। কোথায় কবে বসবে দেখুন
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে এই প্রকল্পের আবেদন পত্র সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে। আপনার আবেদনপত্র এবং ডকুমেন্ট যদি রাজ্য সরকারের দ্বারা যোগ্য মনে হয়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পৌছে যাবে।
Written by Shampa debnath