কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2025? পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কি জানালো?
Government of West Bengal
রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের একমাত্র ভরসা কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme). এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পান কৃষকরা (Farmers). ২০২৫ সালে কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, তা জানতে আগ্রহে মুখিয়ে রয়েছেন অনেকে। সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). জেনে নিন আপডেট তথ্য।
কৃষক বন্ধু প্রকল্প কী?
পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প একটি কৃষি সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে দু’দফায় কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়। ছোটো ও প্রান্তিক কৃষকদের বছরে সর্বোচ্চ ১০,০০০ পর্যন্ত সহায়তা দেওয়া হয়, মৃত কৃষকের পরিবার পায় ২ লক্ষ পর্যন্ত অনুদান।
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2025?
২০২৫ সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মার্চ মাসে দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন কৃষকেরা। সরকারি সূত্র অনুযায়ী, জুলাই মাসের মাঝামাঝি থেকে টাকা ট্রান্সফার শুরু হবে। প্রথম দফা ফেব্রুয়ারি – মার্চ ২০২৫, দ্বিতীয় দফা অক্টোবর থেকে মার্চ ২০২৫ সম্ভাব্য। জুলাই মাসের ১৫ তারিখের পরেই কৃষক বন্ধু টাকার আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যাঁরা e-KYC সম্পন্ন করেছেন, তাদের একাউন্টে অগ্রাধিকার ভিত্তিতে টাকা ঢুকবে।
টাকা পেতে কী কী শর্ত মানতে হবে?
যাতে টাকা সময়মতো পান, তার জন্য কিছু বিষয় খেয়াল রাখা জরুরি সেই গুলি হল – e-KYC বাধ্যতামূলক, বৈধ ব্যাংক একাউন্ট লিংক করা থাকতে হবে, জমির পাট্টা ও আধার কার্ড আপডেট থাকা দরকার। আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টা, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজের ছবি। যারা এখনও e-KYC সম্পন্ন করেননি, তাদের টাকা আটকে যেতে পারে। সরকারের নির্দেশ অনুযায়ী, e-KYC না থাকলে টাকা দেওয়া হবে না। তাই দ্রুত e-KYC করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক
সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান, “কৃষক বন্ধু” সেকশনে ক্লিক করুন, আপনার আধার বা মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। সরকারের তরফে টাকা ট্রান্সফারের পরে SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হয়। যদি নির্ধারিত সময়ের মধ্যেও টাকা না আসে, তাহলে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন, টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করুন: 1800-313-8080, নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে e-KYC ও ডকুমেন্ট যাচাই করান।
অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হল। ভোটের আগে সকলকেই করতে হবে!
উপসংহার
২০২৫ সালের দ্বিতীয় কিস্তির কৃষক বন্ধু টাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অ্যাকাউন্টে জমা পড়বে বলে অনুমান করা হচ্ছে। যারা এখনও e-KYC করেননি, তারা দেরি না করে কাজটি সম্পন্ন করুন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প কৃষকদের জীবনে বাস্তবিক পরিবর্তন আনছে, তাই সময়মতো তথ্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



