প্রকল্প

কৃষক বন্ধু প্রকল্প টাকা কবে পাওয়া যাবে? কৃষকবন্ধু স্ট্যাটাস চেক 2025 এর মাধ্যমে জানুন

Government of West Bengal

পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) কৃষকদের (Farmers) জন্য একটি গুরুত্বপূর্ণ ভাতা প্রকল্প। প্রতি বছর দু’টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে ২০২৫ সালের কিস্তির অর্থ কবে দেওয়া হবে, তা নিয়ে অনেক কৃষকই চিন্তায় রয়েছেন। চলতি বছরের প্রথম কিস্তি অনেকেই পেয়েছেন, আবার কেউ কেউ এখনও টাকা পাননি।

কৃষক বন্ধু প্রকল্প টাকা কবে ঢুকবে?

সরকারি সূত্র অনুযায়ী, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কৃষক বন্ধু স্ট্যাটাস অনলাইনে চেক করে আপনি সহজেই জানতে পারবেন, আপনার টাকা ছাড় হয়েছে কি না।

কৃষক বন্ধু প্রকল্পের মূল সুবিধা কী কী?

বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, বছরে ২টি কিস্তিতে টাকা প্রদান রবি ও খরিফ , মৃত্যুর পর কৃষক পরিবার পায় এককালীন ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা

কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

অনেক কৃষক জানেন না যে, অনলাইনে বসেই সহজে জানা যায় কৃষক বন্ধুর স্ট্যাটাস। আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা, টাকা ছাড় হয়েছে কিনা – সবই দেখা যায় কয়েকটি ধাপে।অফিসিয়াল ওয়েবসাইটে যান “কৃষক বন্ধু ফিনান্সিয়াল বেনিফিট” অপশন ক্লিক করুন, ভোটার আইডি নম্বর অথবা কৃষক বন্ধু রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন, আপনার আবেদন ও টাকা ছাড় সংক্রান্ত তথ্য স্ক্রিনে দেখাবে।

কৃষক বন্ধু প্রকল্পের জন্য যোগ্যতা

পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বৈধ জমির মালিক বা চাষের অধিকার থাকতে হবে, ভোটার আইডি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অনেক সময় তথ্য ভুল থাকলে বা ব্যাংকের IFSC কোডে সমস্যা থাকলে টাকা জমা পড়ে না। সেই ক্ষেত্রে আপনার ব্লকের কৃষি অফিসে যোগাযোগ করুন। জমির খতিয়ান ও ভোটার কার্ড নিয়ে স্থানীয় কৃষি অফিসে যান, সংশোধিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জমা দিন, কৃষকবন্ধু হেল্পলাইন নম্বরে ফোন করে তথ্য জেনে নিন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার ভাতা বাড়বে? বড় খবর মা বোনেদের জন্য

উপসংহার

কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত নির্দিষ্ট সময়েই দেওয়া হয়। তবে কোনো প্রযুক্তিগত বা ডেটা সমস্যার কারণে দেরি হতে পারে। তাই সময়মতো অনলাইনে কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করুন ও প্রয়োজনে কৃষি অফিসে যোগাযোগ রাখুন। ২০২৫ সালের এই কিস্তির টাকা আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাওয়া যেতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Related Articles