Krishak Bandhu: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু লিস্ট, কৃষক বন্ধু ফর্ম 2024
আমাদের দেশের মানুষদের অন্নদাতা কৃষক বন্ধুদের (Krishak Bandhu Farmers) জন্য দারুণ সুখবর মাসের শুরুতেই। অনেক সময় আমরা জানতে পারি যে কম বৃষ্টি হওয়ার জন্য বা বন্যা হওয়ার জন্য ফসলের ক্ষতি হয়েছে এবং তার সঙ্গেই কিষাণদেরও অনেক টাকার লস হয়েছে। আর এই জন্য কৃষক বন্ধুর মতই কেন্দ্র সরকার (Government) পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana) নিয়ে এসেছে।
Krishak Bandhu Payment Details for Farmers
পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা কৃষি কাজের জন্য সার, কীটনাশক, উন্নত যন্ত্রপাতি কেনার জন্য সরকার থেকে একটা টাকা পেয়ে থাকেন। কৃষিকাজের জন্য যেহেতু সার, কীটনাশক, যন্ত্রপাতি কেনার জন্য একটা মিনিমাম খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে কৃষকরা অনেকটাই আর্থিক সমস্যার মধ্যে পড়েন, তাই কৃষকদের অর্থনৈতিক সাহায্য কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu) নিয়ে এসেছে।
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
কৃষক বন্ধু প্রকল্পে (Krishak Bandhu Money) দুই ভাগে টাকা দেওয়া হয়। একটি রবি শস্যের জন্য টাকা দেওয়া হয় রবি মরশুমে আর একটা খারিফ শস্যের জন্য টাকা দেওয়া হয় খারিফ মরশুমে। খারিফ শস্যের জন্য টাকা দেওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন রবি শস্য ফলানোর সময় তাই রবি শস্যের জন্য টাকা পাবেন রাজ্যের কৃষকরা। রাজ্যের কৃষকদের জন্য ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
কৃষক বন্ধু প্রকল্প ২০২৪
কৃষকদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই Krishak Bandhu প্রকল্পের টাকা নির্দিষ্ট সময় পৌঁছে যায়। সাধারণত, খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুমের টাকা দেওয়া অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। একজন কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ একেক রকম, তাই জমির পরিমাণ অনুযায়ী টাকার অংক নির্ধারণ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
কত জমি হলে কত টাকা পাবেন?
- যদি ০.৪০ একর পর্যন্ত জমি থেকে তাহলে একটি কিস্তিতে ২,০০০ টাকা, বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়।
- যদি ০.৪১ একর থেকে ০.৯৯ একর পর্যন্ত জমি থেকে তাহলে (জমির পরিমাণ × ৫০ গুণ) করে টাকা পাওয়া যায়।
- কারো ০.৫০ একর জমি হলে তিনি এক কিস্তিতে টাকা পাবেন ০.৫০ × ৫০ = ২৫০০ টাকা, দুই কিস্তিতে ২৫০০ + ২৫০০ = ৫০০০ টাকা পাবেন
- যদি ১ একর বা তার বেশি জমি থাকে তাহলে সর্বাধিক ৫,০০০ টাকা এক কিস্তিতে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি
১) প্রথমে আপনাকে যেতে হবে কৃষক বন্ধু পোর্টালের (Krishak Bandhu) ওয়েবসাইটে।
২) এরপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটিকে সিলেক্ট করতে হবে।
৩) কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যেতে পারে। এই কাজটি করার জন্য “আধার কার্ড” বা ভোটার কার্ড অপশনটি নির্বাচন করে নিতে হবে।
৪) এরপর কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বরকে নির্ভুলভাবে ইন্টার করতে হবে।
৫) এরপর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস (Krishak Bandhu Status Check) দেখতে পাবেন।
৬) স্ট্যাটাসে যদি “Delete Farmer/ No Data Found” এই লেখাটি উল্লেখ থাকে তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে।
৭) Krishak Bondhu KYC জমা করতে হবে, কেওয়াইসি জমা না দিলে আপনি প্রকল্পের টাকা পাবেন না।
কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) খারিফ মরশুমের টাকা দেওয়া হয় সাধারণত জুন মাসে। আগের কয়েকটি বছর যদি লক্ষ করা যায় তাহলে দেখা যাচ্ছে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছে ডিসেম্বর মাস নাগাদ, তাই এই বছরও ডিসেম্বর মাস নাগাদ টাকা পাবেন চাষিরা এমনটাই মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত রাজ্য সরকার থেকে কোন রকম সরকারি নোটিশ দেওয়া হয়নি।
আপনি কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) জন্য আরো অন্যান্য সমস্যার কথা জানাতে চাইলে ফোন করতে পারেন সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত – 8336957370 / 6291720406 এই দুইটি নাম্বারে। আর ওপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এবং এই সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন।
Written by Shampa debnath