Krishak Bandhu: কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? না পেলে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন
কৃষকদের (Farmers) জন্য কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) সূচনা করা হয় ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এবং কৃষিকাজের সুবিধার জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়। রাজ্য সরকার এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে সর্বোচ্চ 10 হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে থাকে।
Krishak Bandhu Payment Status
ইতিমধ্যে খারিফ মরশুমের টাকা পেয়ে গেছেন রাজ্যের কৃষকরা। সম্প্রতি রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে।
এই বছর যেহেতু বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের কারণে অনেকটাই ফসলের ক্ষতি হয়েছে তাই অনেক আগেই রবি মরশুমের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। অন্যান্য বছর ডিসেম্বরের দিকে রবি মরশুমের টাকা দেওয়া হয় তবে এই বছর নভেম্বরের শেষের দিকে টাকা দেওয়া হচ্ছে।
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা 2024
ইতিমধ্যে অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনার ব্যাংক একাউন্টে আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) টাকা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন? টাকা পেয়েছেন কিনা কি করে বুঝবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ নভেম্বর নবান্ন থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
২২ নভেম্বর থেকেই রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। ২৩ ও ২৪ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে টাকা ঢোকেনি। ২৫ নম্বর থেকে আবার ব্যাঙ্কে টাকা পাঠানো শুরু হয়েছে। রাজ্যের প্রায় ১০৯ লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) টাকা দেওয়া হচ্ছে, তাই এত সংখ্যক কৃষককে একবারে টাকা দেওয়া কোনভাবে সম্ভবপর নয়।
এই জন্য খেপে খেপে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) টাকা দেওয়া হচ্ছে। এই জন্যই কোনো কৃষক বন্ধু আগে টাকা পাবেন, কোনো কৃষক বন্ধু আবার একটু দেরিতে টাকা পাবেন। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে কয়েকটি ধাপ ক্লিয়ার হওয়ার পরে। যেমন – অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডের মাধ্যমে ট্রেজারি থেকে টাকা পাঠানো হয়ে থাকে। এই জন্যই টাকা আসতে একটু দেরি হয়।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2024
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status check) করে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি Account Valid লেখা থাকে, তবে আপনি বুঝতে পারবেন আপনার টাকা ঢুকে গেছে। আর যদি আপনাদের স্ট্যাটাস চেক করার পরে এই লেখাটি এখনো যদি না এসে থাকে, তাহলে কোন চিন্তার কারণ নেই।
তার কারণ প্রত্যেক কৃষককে ভাগ ভাগ করে টাকা পাঠানো হচ্ছে, তাই কোনো কৃষকের নভেম্বরের শেষের দিকে টাকা ঢুকবে আবার কোনো কোনো কৃষকদের ডিসেম্বরের প্রথম দিকে আবার কোনো কোনো কৃষকের ডিসেম্বরে শেষের দিকে টাকা ঢুকতে পারে, তাই আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর উল্লেখিত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনারা Krishak Bandhu স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
Written by Shampa Debnath