প্রকল্প

Govt Scheme: পুরুষদের ১০০০ টাকা দেওয়ার ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার! কিভাবে পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যেই মহিলাদের জন্য অনেক সরকারি প্রকল্প (Govt Scheme for Woman) নিয়ে আসা হয়েছে। কিন্তু পুজোর মুখে এসে এবারে ছেলেদের জন্যও নতুন সরকারি প্রকল্প (New Government Scheme) নিয়ে আসার ঘোষণা করা হল, আর এই প্রকল্পের মাধ্যমে পুরুষরা ১০০০ টাকা ভাতা পাবে। এই ঘোষণার ফলে অনেকেই খুব খুশি হয়েছেন (Government of West Bengal).

New Govt Scheme for Male Farmers in West Bengal

রাজ্য সরকার রাজ্যের মানুষদের জন্যে নানা রকমের প্রকল্প এনেছে। সেই সব প্রকল্প গুলোর মধ্যে গ্রামীন ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যেই বেশি প্রকল্প রয়েছে। রাজ্য সরকার পুরুষ কৃষকদের জন্য একটি প্রকল্প এনেছে এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের (Govt Scheme) নাম হল ‘কৃষক ভাতা’। আজ এই প্রকল্পের ব্যাপারে আপনাদের বলব।

পশ্চিমবঙ্গ সরকারের কৃষক ভাতা প্রকল্প

আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশের। দেশের বেশির ভাগ মানুষই কৃষিকাজের সাথে যুক্ত। দেশের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি বড় অংশ চাষবাসের সাথে জড়িয়ে আছে। এই কৃষকদের বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন কারনে মাঝে মধ্যে ক্ষতির সম্মুখীন হতে হয় (Govt Scheme). তাই কৃষকদের যাতে আর্থিক দিক থেকে সম্মুখীন হতে না হয় তার জন্য কৃষক ভাতা প্রকল্প চালু করে রাজ্য।

এই প্রকল্পে কত টাকা দেওয়া হবে?

এই প্রকল্পের (Govt Scheme) আওতায় 60 বছর বয়সী কৃষকদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। চাষিদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করা এবং সংসার চালানোর জন্যে আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

Ration Items (রেশন সামগ্রীর তালিকা)

কারা আবেদন করতে পারবেন?

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স 60 বছরের বেশি হতে হবে।
  • তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে 55 বছর হতে হবে।
  • সর্বাধিক 1 একর জমির মালিক হতে হবে।
  • ভূমিহীন কৃষকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে।

ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা! মধ্যবিত্তের মুখে হাসি

কিভাবে আবেদন করবেন?

আবেদনপত্র অনলাইন বা স্থানীয় ব্লক কৃষি আধিকর্তার অফিসে গিয়ে জমা দিতে পারবেন। জমির মালিকানার প্রমান পত্র, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাস বই, মোবাইল নাম্বার এই সব লাগবে। এই কৃষক ভাতা সম্পর্কে বিস্তারিত জানার জন্যে অফিসিয়াল ওয়েবসাইট ভালো মত দেখে নিন (Govt Scheme). যে সব কৃষকরা এখন এই ভাতার জন্য আবেদন করেননি ঝটপট আবেদন করে ফেলুন।
Written by Ananya Chakraborty.

Related Articles