Ration Card – রেশন কার্ড বাতিল হল রাজ্য সরকারের নির্দেশে, গরিবদের মাথায় হাত।
রেশন কার্ড (Ration Card) আমাদের অতি মূল্যবান নথি। এই রেশন কার্ড এর মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকার গরিব মানুষদের বিনামূল্যে রেশন দেয়। এর ফলে অনেক গরিব মানুষ উপকৃত হচ্ছে। তবে এমন অনেক মানুষ আছে যারা রেশন পাওয়ার যোগ্য নন কিন্তু তারা বিনামূল্যে রেশন (Free Ration) পাচ্ছেন। তাই এবার সরকার সেই সব অযোগ্য ব্যক্তিদের কার্ড বাতিল করবে সরকার। এই খবর শুনে অনেকেই ভয় পেতে পারেন। আসলে রেশন কার্ডে সংশোধন করার কাজ শুরু করেছে সরকার।
Ration Card Cancel For Many Peoples In UttarPradesh.
আগেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার আবার নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। যোগ্য ব্যক্তিরা যাতে রেশন (Ration Card) পান সে ব্যাপারটা কেন্দ্র সরকার নিশ্চিত করতে চাইছে। এই কাজে অনেকের নাম রেশন কার্ড এর তালিকার থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ সরকার (UttarPradesh Government) রেশন কার্ড বাতিলের কর্মসূচি শুরু করেছে।
UP সরকারের তরফ থেকে এই আদেশ জারি করা হয়েছে। এতে সরকার অযোগ্য ব্যক্তিদের নাম সরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তিদের নাম রেশন প্রাপকদের তালিকায় যুক্ত করবে। 2011 সালের আদমশুমারির ভিত্তিতে রেশন কার্ড (Ration Card) তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন রেশন কার্ড বানাতে কিছুটা সমস্যা হচ্ছে।
এমন পরিস্থিতিতে অভাব গ্রস্তদের বিনামূল্যে রেশনের সুবিধা দিতে সরকার অযোগ্যদের নাম কেটে সেখানে যোগ্যদের নাম যুক্ত করছে। উত্তর প্রদেশ সরকার অনেক জেলায় এই কাজ শুরু করেছে।নতুন রেশন কার্ডের আবেদনের জন্যে পুরানো কার্ড গুলিকে সংশোধন করা হচ্ছে এবং অযোগ্যদের রেশন কার্ড (Ration Card) বাতিল করা হচ্ছে।
2011 সাল পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষায় এখনও নাম যুক্ত হচ্ছে। 2011 সালের তুলনায় 2022 সালে শহরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাই সংশোধনের কাজ করতে কিছুটা সময় লাগছে প্রশাসনের। আর এই সিদ্ধান্তের ফলে যাতে কোন গরীবের সমস্যা না হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে। রেশন কার্ডের (Ration Card) নতুন তালিকা কীভাবে দেখবেন?
Gold Price Today – সোনার দামে রেকর্ড পতন পুজোর আগে, আজই কিনলে বিশেষ ছাড় পাবেন।
- এর জন্য প্রথমে আপনাকে Ration Card এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এর পরে হোম পেজে খুলবে।
- এর পর BPL, APL কার্ডের অপশন পাওয়া যাবে। পছন্দের অপশনে ক্লিক করুন।
- অপশনে ক্লিক করার পর আপনার সামনে রেশন কার্ডের তালিকা খুলবে।
- এই ফর্মে জেলা, স্থানীয় সংস্থা, গ্রাম পঞ্চায়েত, ক্যাপচা কোড ইত্যাদি পূরণ করতে হবে।
- এর পর GO তে ক্লিক করলেই লিস্ট ওপেন হয়ে যাবে এবং আপনি তালিকায় আপনার নাম দেখতে পাবেন।
ICDS Anganwadi Recruitment – রাজ্যে আরও 6000 অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS সুপারভাইজার