প্রকল্প

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকলে আজই করুন এই কাজ। মা বোনেরা জেনে নিন।

পশ্চিমবঙ্গ সরকার যত গুলো প্রকল্প এনেছে সে গুলোর মধ্যে Lakshmir Bhandar প্রকল্প খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং এই প্রকল্প অনেক পুরস্কারও পেয়েছে। মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প। বিশেষজ্ঞ মহলের এবং রাজ্যের মানুষদের এক বড় অংশ মনে করে তৃণমূল সরকারের (TMC Government) তৃতীয়বার ক্ষমতায় আসার পিছনে বড় ভুমিকা আছে লক্ষ্মীর ভাণ্ডারের (Government Of West Bengal).

Lakshmir Bhandar Money Status Check.

2021 সালের বিধানসভার ভোটের পর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee). আর এবারের 2024 সালের লোকসভা ভোটেও এই লক্ষ্মীর ভাণ্ডার কে হাতিয়ার করে এগোতে চাইছে সরকার। এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করে এগোচ্ছে তৃণমূল সরকার আর তারই প্রেক্ষিতে এবারের বাজেটে Lakshmir Bhandar টাকা বাড়ান হয়েছে।

আগে লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) সাধারন শ্রেনীর মহিলারা পেত 500 টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পেত 1000 টাকা করে। এর ফলে সাধারন শ্রেনীর মহিলাদের মধ্যে একটু হলেও ক্ষোভ জমেছিল। ক্ষোভ প্রশমনের জন্য রাজ্য সরকার টাকা বাড়িয়েছে। সাধারন শ্রেনীর মহিলাদের 500 থেকে বাড়িয়ে 1000 করা হয়েছে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে।

আর এই Lakshmir Bhandar টাকা দেওয়া হবে এপ্রিল মাস থেকেই। এই ঘোষনা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ পার হয়ে গেল আজ 3 তারিখ এখন পর্যন্ত একাউন্টে টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন “তাহলে কি কোথাও কোনো সমস্যা হল?” এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মনে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বার বার।

আর তাই এবার এই পেমেন্ট দিয়ে আপডেট দিল রাজ্য সরকার। কি আপডেট এলো চলুন জেনে নিন। Lakshmir Bhandar 1000 টাকা না পাওয়ার জন্য অনেক মহিলা চিন্তা কর্তে শুরু করে দিয়েছে। তবে মহিলাদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রাজ্য সরকার। 1লা এপ্রিল টাকা ঢোকেনি কারন ওই দিন শুধু রাজ্য নয় দেশের সব ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকে।

আগের অর্থবর্ষ শেষ হওয়ার পরের দিন সব ব্যাংক বন্ধ রাখা হয়। আর এই জন্য সোমবার 1লা এপ্রিল টাকা ঢোকেনি কারো । তবে 1 তারিখে টাকা না ঢুকলেও 2 তারিখ থেকে টাকা ঢুকে যাবে। তবে সব মহিলাদের একাউন্টে যে এক সাথে টাকা ঢুকবে যে এমনটা নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3 4 তারিখের মধ্যে Lakshmir Bhandar এর টাকা ঢুকে যাবে গ্রাহকদের ব্যাংক একাউন্টে।

Lok Sabha Election (লোকসভা ভোট ২০২৪)

আবার আগের পরিসংখ্যান বলছে মাসের মাঝেও Lakshmir Bhandar এর টাকা ঢুকতে পারে অনেকের একাউন্টে। তাই টাকা না পেলে অযথা কেউ ঘাবড়ে যাবেন না বা আতঙ্কিত হবেন না। আশা করা হচ্ছে অন্য মাসের মতই এই মাসেও ধাপে ধাপে টাকা ঢুকে যাবে সবার। এই মর্মে সরকারের তরফে এখনো কোন ঘোষণা করা হয়নি। তবে দেখার অপেক্ষা যে আগামী সময়ে এই নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।

পশ্চিমবঙ্গে একটানা ছুটি বেড়ে গেল। কতদিন এই ছুটি থাকবে?

এছাড়াও Lakshmir Bhandar প্রকল্পে সকলের টাকা না ঢোকার আরেকটি কারণ হল ব্যাংকের সঙ্গে আধার নম্বর লিংক না থাকা বা KYC সম্পন্ন না হওয়া। আর এই কারণের জন্য অনেকেরই এই টাকা ঢোকেনা বা ঢুকবে না। আর এই ধরণের কোন সমস্যা থাকলে নিজের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই সকল সমস্যার সমাধান করে নেওয়ার দরকার আছে সকলের। এই সম্পর্কে অনেকদিন আগেই আপডেট দিয়েছিল সরকার।
Written by Ananya Chakraborty.

কোন গ্যারান্টি ছাড়াই 50 হাজার টাকা দেবে মোদী সরকার। ব্যাংকে একাউন্ট থাকলেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *