প্রকল্প

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে এই নিয়ম মানতে হবে। নভেম্বরের আগে জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) সবচেয়ে জনপ্রিয় বলেই মনে করছেন অনেকে। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর (Women Empowerment) করে তোলার জন্য অনেক সরকারি প্রকল্প (Govt Scheme for Woman) নিয়ে আসা হয়েছে তার মধ্যে কন্যাশ্রী (Kanyashree Prakalpa), রূপশ্রী (Rupashree Prakalpa) অন্যতম।

Lakshmir Bhandar Scheme

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় আশার পর থেকে রাজ্যের জনগনদের জন্য এক এক করে অনেক প্রকল্প চালু করেন। 2021 সালের বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশের Lakshmir Bhandar নামে একটি প্রকল্পের কথা বলে। আর তার পরই বিধানসভা ভোটে দারুন সফলতা লাভ করে তৃণমূল সরকার। ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

তারপর থেকে যত ভোট হয়েছে সবটাতেই মহিলাদের বেশি অংশেরই ভোট পায় তৃণমূল সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞরাও তাই মনে করেন। এবার এই Lakshmir Bhandar নিয়েই বড় ঘোসনা করল রাজ্য সরকার। কি ঘোষনা করল রাজ্য সরকার চলুন জেনে নিন। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাওয়ার জন্যে একটি কাজ করতে হবে না হলে আর ভাতা পাবেন না। কি কাজ করতে হবে এই বিষয়ে জেনে নিন।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি নির্দেশ?

এই Lakshmir Bhandar চালু করার সময় সাধারন শ্রেনীর মহিলাদের 500 টাকা আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্প জনপ্রিয়তা পেতেই প্রকল্পের ভাতার পরিমান বাড়িয়ে দেয় রাজ্য। চলতি বছরই বাড়িয়ে দেওয়া হয় ভাতার পরিমান। বর্তমানে রাজ্য সরকার সাধারন শ্রেনীর মহিলাদের 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1200 টাকা করে দিচ্ছে।

Ladli Behen Yojana (লাডলি বেহেন যোজনা)

এবার এই টাকা পাওয়ার জন্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হবে। যাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই তাদের আধার লিঙ্ক করতে হবে, নাহলে আর ভাতা ঢুকবে না। সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়ার জন্যে ব্যাঙ্ক ট্রান্সফার পদ্ধতি (DBT) এর সাহায্য নেওয়া হয়। লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার জন্যেই এই নিয়ম চালু করা হয়েছে।

রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা গ্রাহকদের জন্য! কতটা সুবিধা হবে এবারে?

আর পুজোর আগে যেই সকল মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন এবং এখনো টাকা পাননি তাদের টাকা পাওয়ার প্রক্রিয়া পুজোর পর শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এই সময়ে যদি কারোর ব্যাঙ্ক ও আধার নম্বর লিঙ্ক না থাকে তাহলে তাদের Lakshmir Bhandar প্রকল্পের টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles