Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? বড় আপডেট মাসের শুরুতেই
পশ্চিমবঙ্গ সরকারের এক দারুন প্রকল্প হল Lakshmir Bhandar প্রকল্প। সরকারের এই প্রকল্প দারুন জনপ্রিয়তা লাভ করেছে রাজ্যের মহিলাদের মধ্যে। প্রতিমাসে এই প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হয় মহিলাদের। আর তাই সেই মত জুলাই মাসের এসে গেল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুন খবর (Government of West Bengal). খুব তাড়াতাড়ি একাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কত তারিখে এই টাকা দেওয়া হবে সেই বিষয়েই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee).
Lakshmir Bhandar Scheme Status Check.
লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা দেওয়ার তারিখ সম্পর্কে প্রথম আপডেট মাসের শুরুতেই। তাহলে চলুন সেই বিষয়ে জেনে নিন। 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে তৃতীয়বার সরকার গঠন করেন মুখ্যমন্ত্রী। আর সেই বার তার জেতার পেছনে সব থেকে বড় কারন ছিল Lakshmir Bhandar. এই প্রকল্প রাজ্যের মা বোনেদের মন কেড়েছি।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
আর এবার লোকসভা ভোটেও একই ফল। এবারের লোকসভা ভোটেও Lakshmir Bhandar প্রকল্পকে কাজে লাগিয়েই রাজ্যে সবুজ ঝড় তুলেছে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পায়। এই প্রকল্পের মাধ্যমে আগে মহিলারা পেত 500 থেকে 1000 টাকা করে।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো?
বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা বাড়িয়েছে। এপ্রিল মাস থেকে এই প্রকল্পের মাধ্যমে সাধারন শ্রেনীর মহিলারা পাচ্ছে 1000 টাকা ও তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছে 1200 টাকা করে। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Allowance Hike) নিয়ে নতুন তথ্য সামনে এলো। চলতি মাস অর্থাৎ জুলাই মাসের শুরুতেই অনেকেই ভাবছেন কবে টাকা ঢুকবে? সেই নিয়ে বড় আপডেট পাওয়া গেল।
জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে?
জুলাই মাসের প্রথমেই ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা (Lakshmir Bhandar Money). জুলাইয়ের 1 থেকে 3 তারিখের মধ্যে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। মূলত প্রতিমাসেই লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা কবে ঢুকবে তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু জুলাই মাসের ক্ষেত্রে সেই তারিখ আগেই জানিয়ে দেওয়া হয়েছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সব ভাতা দেবার তারিখ ও জানিয়েছে মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে আজ ছুটি ঘোষণা হয়েছে! কাজে গেলে কতক্ষণ থাকতে হবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছে Lakshmir Bhandar প্রকল্পের টাকা ঢোকার 2 থেকে 4 দিন দেরি হতে পারে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এর টাকা দেওয়ার ক্ষেত্রে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এইসব ভাতার টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী। এই সব মিলিয়ে ভাতা দেওয়ার তারিখ ঘোষনা করাতে খুশি সবাই। তবে অনেকেই মনে করছেন, লোকসভা ভোটে রাজ্যে সবুজ ঝড় আবার ওঠাতেই মুখ্যমন্ত্রী খুশি হয়ে ভাতা দেওয়ার তারিখ আগেই ঘোষনা করে দিয়েছে।
Written by Ananya Chakraborty.