প্রকল্প

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা হতে চলেছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।

পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে এক বড় ঘোষণা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। কিন্তু এমনটা মনে করার কারণ কি? সেই সম্পর্কে এই আলোচনাতে আমরা জেনে নিতে চলেছি। এখন রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা এবং এরপরে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সারা ফেব্রুয়ারি মাসজুড়েই দুই বোর্ড পরীক্ষা চলবে। আর এই বোর্ড পরীক্ষার পরই লোকসভা ভোট। এই ভোট আসার আগেই রাজ্য কেন্দ্র বিরোধী সব দলই রন সজ্জায় সেজে উঠছে।

Lakshmir Bhandar Scheme Latest News In West Bengal.

ভোট আসলেই নানা রকমের চমক দিয়ে থাকে রাজ্য কেন্দ্র সব সরকারই। ইতিমধ্যেই বাজেট পেশ করে কেন্দ্র অনেক চমক দিয়ে ফেলেছে। আর এর ফলে এই বাজেটের প্রভাব বাংলায় পরবে বলে মনে করছে অনেকে। কেন্দ্রের ঘোষনা করা লাখপতি দিদি প্রকল্প ইতিমধ্যেই অনেকের মন জিতেছে। আর এই প্রকল্প যে বাংলাতেও প্রভাব ফেলেছে তা বলা বাহুল্য (Lakshmir Bhandar).

তবে এই প্রকল্পের (Lakshmir Bhandar) প্রেক্ষিতে রাজ্য সরকার ও বড় পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। কি পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার চলুন জেনে নিন বিস্তারিত। কেন্দ্রের এই লাখপতি দিদি প্রকল্পের (Lakhpati Didi Yojana) জোর টক্কর দিতে পর্বে রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বলে মনে করছেন অনেকে। 2011 সালে অগাস্ট মাসে এই প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে পরিবারের বেকার মহিলারা প্রতি মাসে অনুদান পায়।

এই Lakshmir Bhandar প্রকল্পের মাধ্যমে জেনারেল কাস্টদের 500 টাকা ও SC, ST কাস্টদের 1000 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা পাওয়ার ফলে গ্রাম ও শহর এর মহিলারা খুব খুশি। সবচেয়ে বেশি খুশি গ্রামের মহিলারা। মহিলাদের আর্থিক সহায়তা দেবার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। মহিলা ও শিশু কল্যাণ বিভাগ এই প্রকল্পটিকে প্লাটিনাম পুরস্কারে পুরস্কৃত করেছে।

তাই অনেকে মনে করছেন রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar) কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্পকে জোর টক্কর দিতে পারে। রাজনৈতিক চর্চাকারীদের একাংশের ধারণা, লাখপতি দিদি প্রকল্পের জবাব দিতে পারে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সাধারন মানুষদের মন জয় করার জন্যে এই জনপ্রিয় প্রকল্পের জন্যে বরাদ্দ করা অর্থ বাড়াতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তবে রাজ্যের তরফ থেকে তেমন কিছু এখনো শোনা যায়নি।

E Shram Card (ই শ্রম কার্ড)

কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের (Lakshmir Bhandar) অধিনে মহিলাদের নিজের কর্মসংস্থান শুরু করার জন্যে 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে বলে জানান হয়েছে। সরকারের লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের সাথে সংযুক্ত করা।

1 লক্ষ টাকা পাবে দেশের 11 কোটি মানুষ। SBI তে একাউন্ট থাকলে তবেই আবেদন করুন।

তাদের জীবনযাত্রার মান উন্নত করা, আয় বাড়ানো, তাদের স্বনির্ভর এবং ক্ষমতায়িত করা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে আনতে সরকার লাখপতি দিদি প্রকল্প চালু করছে। তবে সময় আসলেই বোঝা যাবে কে জোর টক্কর দিয়েছে। কিন্তু Lakshmir Bhandar নিয়ে কি ঘোষণা হবে সেই নিয়ে এখনো কিছু সঠিক করে বোঝা যাচ্ছে না, এই জন্য সকলকে রাজ্যের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Written by Ananya Chakraborty.

মাত্র 4 বছরে বিনিয়োগ হবে আট গুন। এই স্কীমে টাকা রাখলে ঝড়ের গতিতে টাকা বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *