Lakshmir Bhandar: পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর! এবারে খুশি হলেন সকলে
পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সব প্রকল্পর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar). লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যেই 2024 লোকসভা ভোটে বিপুল সাফল্য পেয়েছে বাংলায় তৃণমূল এবং গ্রাম বাংলার মহিলাদের (Govt Scheme for Women) ঢালাও ভোট পেয়েছে তারা এমনটা মত রাজনৈতিক বিশেষজ্ঞ থেজে শুরু করে বিরোধীদেরও (Government of West Bengal).
Good News on Lakshmir Bhandar Scheme
এই প্রকল্পের কথা রাজ্যবাসী থেকে দেশবাসী প্রায় সবাই জানে। এই প্রকল্প চালু হওয়ার পরে বিভিন্ন রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে তাদের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে। 2021 সালে ভোটের পর এই স্কীম চালু করে রাজ্য সরকার। বিগত 3 বছর ধরে এই প্রকল্পের জনপ্রিয়তা খুব বেড়েছে। তবে এবার আর জি কর কাণ্ডের পর থেকে Lakshmir Bhandar নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
আর জি কর ঘটনার পর থেকেই বিরোধীরা বলতে শুরু করেছিল, এবার থেকে মাসে মাসে Lakshmir Bhandar নেওয়ার আগে ভেবে নেবেন আপনার বাড়ির লক্ষ্মী সুরক্ষিত থাকবে কিনা। অন্যদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছিলেন, “যারা লক্ষ্মীর ভাণ্ডার ও রাজ্য সরকারের অন্যান্য স্কীম গুলোতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য।”
পশ্চিমবঙ্গ সরকার
এরপর থেকে Lakshmir Bhandar নিয়ে অনেকের মনেই অনিশ্চয়তা দেখা দেয়। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হযে যাবে নাকি এই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল অনেকের মনে। তবে তেমন কিছু হয় নি আর হবে না তা স্পষ্ট করে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (West Bengal CM Mamata Banerjee). চলতি মাসে সবাই টাকা পেয়েছে আর পরেও পাবে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা ব্যানার্জির বক্তব্য
গত 21 শে জুলাই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, “আগামী ডিসেম্বর মাস থেকেই Lakshmir Bhandar আবেদনের কাজ শুরু করা হবে। এরই সাথে তিনি জানান লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্যে রাজ্য সরকার 60 হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলার 2 কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে।
মমতা ব্যানার্জি আরো বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছিল তেমনই চলবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক পুজোর পরই সবাই ভাতা পেয়ে যাবেন। বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার পরে আছে সে গুলো পুজোর পরই পেয়ে যাবেন। পুজো হয়ে যাক ততদিন আমরা এই গুলো রিভিউ করে দেখে নেব।
ডিসেম্বর মাস থেকে যে শুধু Lakshmir Bhandar দেওয়া হবে তা নয় বিধবা ভাতা, বাংলার বাড়ি এই সব ও ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু করবে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের 2 কোটি 15 লক্ষ মহিলাদের 40 হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়েছে। পুজোর পর যারা এখন টাকা পাননি তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকার খবর শুনে খুশি হয়েছেন সকলে।
Written by Ananya Chakraborty.