প্রকল্প

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেশি টাকা কবে থেকে পাবেন? নতুন নথি জমা করতে হবে? রাজ্য সরকার কি জানালো।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করেছে। আর এই বাজেটে Lakshmir Bhandar প্রকল্পের ভাতা বাড়ান থেকে শুরু করে আরো অনেক সুবিধা আনা হয়েছে। সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024) তাই এইবারের বাজেটে মহিলাদের খুশি করতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government) তবে কবে থেকে মিলবে এই টাকা চলুন জেনে নিন।

Lakshmir Bhandar Scheme Latest News.

আগের নিয়ম অনুসারে রাজ্যের তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন এবং সাধারন শ্রেনীর মহিলারা 500 টাকা করে পেতেন। এর ফলে সাধারন শ্রেনীর মহিলারা অনেকটাই কম পেতেন ভাতা তাই তাদের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এবার সেই ক্ষোভ কমিয়ে দিল রাজ্য সরকার। Lakshmir Bhandar টাকা বাড়িয়ে দিল সরকার।

এবার থেকে রাজ্যের তপশীলি জাতি উপজাতি শ্রেনীর মহিলারা পাবেন 1200 টাকা এবং সাধারন শ্রেনীর মহিলারা পাবেন 1000 টাকা। এর ফলে তাদের বৈষম্য অনেকটাই কমে গেল। তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যাদের উপযুক্ত শংসাপত্র ছিল না, তাঁরা তপশিলি জাতি উপজাতি হয়েও সাধারণ শ্রেণীর মহিলাদের মতোই পাচ্ছিলেন 500 টাকা করে মাসিক ভাতা। এবার থেকে তাঁরাও সঠিক প্রমাণ দাখিল করলে পাবেন 1200 টাকা করে প্রতি মাসেই।

পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্প গুলোর মধ্যে অন্যতম প্রকল্প (Government Scheme) হল এই Lakshmir Bhandar প্রকল্প। এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের অন্তর্গত লাভবান হচ্ছেন এবং প্রতিদিন এই Lakshmir Bhandar প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন সকলের মনে একই প্রশ্ন যে এই বাড়তি টাকা কোন মাস থেকে দেওয়া হবে?

Business Loan (ব্যবসায়িক লোন)

কবে থেকে মিলবে এই বেশি টাকা?

লোকসভা ভোটার মুখে রাজ্যের এমন জনমুখী বাজেটে খুশি হয়েছেন সাধারন মানুষ। সূত্রের মারফত জানা যাচ্ছে, প্রতি মাসে রাজ্য সরকার এই Lakshmir Bhandar প্রকল্পে খরচ করতো প্রায় 1090 কোটি টাকা। পরে আরও 9 লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত হবার কারণে এই খরচ আরও বাড়ে 45 কোটি টাকা। আর এবারে এই খরচ আরো দ্বিগুণ হবে। এই বর্ধিত টাকা ঢুকতে শুরু করবে মে মাস থেকে।

পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ। কারা কারা এই ছুটি পাবেন?

আগে যেমন প্রতি মাসের ভাতার টাকা একাউন্টে ক্রেডিট হয়ে যেত, ঠিক তেমনি এবারেও বাড়তি টাকা সহ ভাতা ক্রেডিট হয়ে যাবে নির্দিষ্ট সময়ে। আর এর জন্য কোন ধরণের অতিরিক্ত নতুন নথিপত্রের প্রয়োজন পড়বে না বলেও জানানো হয়েছে। Lakshmir Bhandar নিয়ে এই সিদ্ধান্তের ফলে খুশি হয়েছেন অনেকে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প। 15000 টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *