সোনার দাম

Gold Price: ১০ গ্রাম সোনার দামে বড় চমক পুজোর আগে! সপ্তাহের শেষে কিনলে কতয় পাবেন?

আজকে সোনার দাম (Gold Price) কত? উৎসবের মরশুম শুরু হলেই অনেক মানুষেরই এই প্রশ্নটি নিজেদের মাথায় ঘোরাফেরা করে। আর এর মূল কারণ হল এই সময়ে সকলেই নতুন নতুন জিনিস কিনতে পছন্দ করেন।বিশ্বকর্মা পুজো হয়ে গিয়েছে আর হাতে গোনা কয়েক দিন তারপর বাঙালির বড় উৎসব দুর্গা পুজো শুরু হয়ে যাবে। আর তার আগেই আবার সোনার দাম (Gold as an Investment) ওঠানামা করতে শুরু করেছে।

Hallmark Gold Price Today Check the Latest Update

সেপ্টেম্বর মাসের শুরুতে অনেকটা কমেছিল সোনার দাম (Gold Price). কিন্তু গনেশ চতুর্থীর পর থেকে আবার লাফিয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। তবে গতকাল একটু কম ছিল সোনার দাম আজ কেমন থাকবে সোনার দাম চলুন দেখে নিন। ভারতীয়দের শুভ অনুষ্ঠান মানেই সোনা। অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম সব সময় বেশি থাকে।

আজকে কলকাতায় সোনার দাম কত?

কারন নারী বা পুরুষ সবারই গহনা হিসেবে হোক আর দুর্দিনে বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা।তাই সোনার দাম কখন বাড়ছে কখন কমছে সেই দিকে নজর থাকে সবারই। তবে বিশেষজ্ঞদের মতে সামনে যেহেতু দুর্গাপুজো আর তারপরই ধনতেরস তাই সেই সময় সোনা ও রুপোর দাম (Gold Silver Price) রেকর্ড বাড়বে। তাই আগেই সোনা কিনে রাখা ভালো। আজকে সোনার দাম (Gold Price) কেমন আছে দেখে নিন।

আজ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 68850 টাকা। আজ হলমার্ক সোনার দাম 600 টাকা বেড়েছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 75110 টাকা। আজ খুচরা সোনার দাম 660 টাকা বেড়েছে (Gold Price). 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 73500 টাকা। আজ সোনার বাটের দাম 300 টাকা বেড়েছে।

গতকাল কলকাতায় সোনার দাম কত ছিল?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 69900 টাকা। গতকাল 500 টাকা কমেছিল হলমার্ক সোনার দাম। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 73550 টাকা। গতকাল খুচরা সোনার দাম (Gold Price) 500 টাকা কমেছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 73200 টাকা। গতকাল সোনার বাটের দাম 500 টাকা কমেছিল।

SIP Investment (এসআইপি ইনভেস্টমেন্ট)

Silver Price Today

সোনার (Gold Price) মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। সোনার সাথে সাথে রুপোর দামও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। গতকাল কিছুটা কমেছিল রুপোর দাম আজ রুপোর দাম কত আছে দেখে নিন। আর সোনার দাম বৃদ্ধির জন্য মানুষেরা এখন রুপোর গয়না কিনতে চাইছেন আর এই কারণের জন্যই এখন এই রুপোর দামও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন।

‘লক্ষ্মীবারে’ কমলো সোনার দাম। পুজোর আগে এই সুযোগ কাজে লাগান

গতকাল ও আজ রুপোর দামের পার্থক্য

1 কেজি রুপোর বাটের দাম 88900 টাকা। আজ রুপোর বাটের দাম 1200 টাকা বেড়েছে। খুচরা রূপার দাম 89000 টাকা। আজ খুচরা রুপোর দাম 1200 টাকা বেড়েছে। 1 কেজি রুপোর বাটের দাম 87700 টাকা। গতকাল 800 টাকা কমেছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 87800 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 800 টাকা কমে ছিল।
Written by Ananya Chakraborty.

Related Articles