সোনার দাম

Gold Price – বাজেট ঘোষণার পর সোনার দাম বাড়লো না কমলো? পশ্চিমবঙ্গে আজকের সোনার দাম জেনে নিন।

গতকাল ছিল বাজেট অধিবেসন আর এই বাজেট অধিবেসনের পর কেমন আছে সোনার দাম (Gold Price)? বাড়ল নাকি কমল? কাল বাজেট অধিবেসনের দিন সোনার দাম (Gold Rate Today) অপরিবর্তিত ছিল। এমনিতেই চলছে বিয়ের মাস আর বিয়ের মাসে সোনা রূপো কিনতে দোকানে দোকানে ভিড়। এর আগে গত দুই দিন সোনার দাম (Gold Price Forecast) বেড়েছিল কিছুটা। তারপরে কাল অপরিবর্তিত থাকে সোনার দাম।

Gold Price Today In Kolkata.

সোনার দাম প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। চলুন জেনে নিন আজকের সোনার দাম (Gold Price). আর আমাদের সকলের একটা জিনিস অবশ্যই জেনে রাখতে হবে যে প্রত্যেক দিনের দামের সঙ্গে GST এবং আপনারা যদি গয়না কেনেন তাহলে সেই গয়নার মজুরিও ধরে তারপরে নতুন দাম ধার্য হয়। আর সেই জন্য উল্লেখিত দামের তারতম্য হওয়া সম্ভব। তাই কেনার আগে আপনারা অবশ্যই সব দাম জেনে কিনবেন।

আজ শুক্রবার 2রা ফেব্রুয়ারি সোনার দাম (Gold Price) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 63440 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 63650 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 58150 টাকা। আর বিয়ের মরশুম চলার সঙ্গে সঙ্গে এই এত কম দামের ফলে সকলেরই সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। চলুন এবারে রুপোর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। আজ রুপোর দাম – 1 কেজি রূপার দাম 76300 টাকা।

গতকাল বৃহস্পতিবার 1লা ফেব্রুয়ারি সোনার দাম (Gold Price) 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 63350 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 63650 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম (Hallmark Gold Price) 60550 টাকা। গতকাল রুপোর দাম (Silver Price) 1 কেজি রূপার দাম 76500 টাকা। সোনার দাম প্রায় পরিবর্তিত আছে। তবে গতকালের তুলনায় 200 টাকা কমেছে রুপোর দাম।

Govt Rules (সরকারি নিয়ম বদল)

সোনার দাম (Gold Price) দিন দিন বেড়েই চলছে আর এমন বিভিন্ন কারন আছে যা সোনার দামের উপরে প্রভাব ফেলে যার ফলে সোনার দাম বাড়ছে। সোনার মূল্যায়ন প্রধানত সরবরাহ ও চাহিদার গতিশীলতার দ্বারা প্রভাবিত হয়। সোনার প্রতি জনস্বার্থ বাড়লে এর দাম বাড়তে থাকে। বিপরীতভাবে, বাজারে সোনার একটি অতিরিক্ত সরবরাহ এর দাম হ্রাস করতে পারে।

দেশজুড়ে শুরু হলো CAA বিল। এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন। কিভাবে নাগরিকত্ব পাবেন?

বিশ্ব অর্থনীতির একটি বৃহত্তর অবস্থা Gold Price নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে অর্থ্নৈতিক মন্দার সময় বিনিয়োগকরীরা প্রায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুকে পরে যার ফলে সোনার দাম বাড়তে থাকে । রাজনৈতিক অস্থিতিশীলতাও সোনার দামের উপরে প্রভাব ফেলতে পারে। দেশ বা অঞ্চলে কোনো সংকট দেখা দিলে বিনিয়োগকরীরা তখন সোনায় বিনিয়োগ করে তাদের সম্পদ রক্ষা করার জন্যে। যার ফলে উচ্চ চাহিদা তৈরি হয় এবং সোনার দাম বৃদ্ধি পায়।
Written by Ananya Chakraborty.

চাকরি না করেও প্রতিমাসে 5000 টাকা পেনশন পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *