চাকরি

Dearness Allowance – বকেয়া DA মামলা নিয়ে সুপ্রিমকোর্টে বড় আপডেট, খুশি সরকারি কর্মীরা।

পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) মামলা কয়েক বছর ধরে চলছে বিভিন্ন কোর্টে, প্রথমে এটি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছিল। পরে হাইকোর্টের তরফে ৩ মাসের মধ্যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে (Supreme Court Of India) লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার (Government Of West Bengal). 2022 সালের নভেম্বর মাসেই এই লিভ পিটিশন দাখিল কর হয় সুপ্রিমকোর্টে।

Pending Dearness Allowance Case Update In Supreme Court.

এক বছর হতে চলল সুপ্রিমকোর্টে এই Dearness Allowance মামলা চলছে কিন্তু এখনো পর্যন্ত এই মামলার কোন ধরণের সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। আর এই কারণের জন্যই সকল রাজ্য সরকারি কর্মচারীরা এখনো শেষমেশ সুপ্রিমকোর্টে এই নিয়ে কি নির্দেশ দেওয়া হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন। এই মামলার শেষ শুনানি হয়েছিল 14ই জুলাই। তারপরে এই 3রা নভেম্বর শুক্রবার অর্থাৎ আজ এই মামলার শুনানি হওয়ার কথা আছে।

সুপ্রিমকোর্টের কজলিস্ট অনুযায়ী, বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি সঞ্জয় করালের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠবে। সুপ্রিমকোর্টের 8 নম্বর কক্ষে এই মামলার শুনানি হবে। কত নম্বর এই Dearness Allowance মামলা আছে? সুপ্রিমকোর্টের কজলিস্ট অনুযায়ী বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি সঞ্জয় করালের ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গের বকেয়া DA এর মামলা 60 নম্বরে নথিভুক্ত আছে অর্থাৎ একেবারে শেষের দিকে উঠবে।

Pay Commission (অষ্টম বেতন কমিশন)

পঞ্চম বেতন কমিশনের বা 5Th Pay Commission এর আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে মামলা চলছে। 2016 সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইনবুনালে (SAT) সেই মামলা দায়ের হয়েছিল। পরে 2022 সালে 20 মে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে তাদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার। এই নির্দেশ এই রায় পুনর্বিবেচনার আর্জি দায়ের করেছিল রাজ্য। কিন্তু তা খারিজ করে দেয় হাইকোর্ট।

Mobile Recharge – দীপাবলির আগে সস্তার রিচার্জ প্ল্যান, অর্ধেক দামে পাবেন 1 বছরের ভ্যালিডিটি। অফারটি আজকের জন্য।

রাজ্য হাইকোর্টের নির্দেশ না মানায় এই নিয়ে তিনটি সরকারি কর্মচারি সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মাঝেই সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য। আর তারপর থেকে সুপ্রিমকোর্টে এই মামলা চলছে। আজকে এই Dearness Allowance মামলার শুনানিতে কী হতে চলছে তা জানা যাবে মামলার শেষে। খুশির খবর কী পাবে সরকরি কর্মচারীরা?
Written by Ananya Chakraborty.

ICDS Asha Kormi Recruitment – রাজ্যে ফের আশাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *