প্রকল্প

Laxmi Bhandar: পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বছরের শেষে বড় খবর

পশ্চিমবঙ্গ সরকারের শুরু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Laxmi Bhandar Scheme) নিয়ে বছরের শেষ পর্যায়ে এসে জরুরি আপডেট পাওয়া গেল। রাজ্যের জনসাধারণের জন্য যে সকল জনদরদী প্রকল্পের (West Bengal Government Scheme) সূচনা করেছে সেই প্রকল্প গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মী ভাণ্ডার (Lakshmir Bhandar).

Laxmi Bhandar Govt Scheme New Update

এর মাধ্যমে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করে তোলার প্রচেষ্টা করা হয়। এই প্রকল্পের হাত ধরেই রাজ্যের মহিলারা নিজের পায়ে দাড়ানোর চেষ্টা করছে। এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয়। যদিও প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাবদ জেনারেল ক্যাটেগরির মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়া হতো, এছাড়া তপশিলি ক্যাটাগরির মহিলাদের জন্য অনুদান বাবদ দেওয়া হত ১০০০ টাকা।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন

লোকসভা নির্বাচনের সময় থেকে এই প্রকল্পের আর্থিক অনুদানের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের অনুদান বাবদ পেয়ে থাকেন ১০০০ টাকা এবং তপশিলি ক্যাটাগরির মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা। সম্প্রতি দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কিছু কিছু প্রকল্পে কারচুপির অভিযোগ উঠেছে।

লক্ষ্মী ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আসল উপভোক্তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এর ফলে যোগ্য উপভোক্তারা বঞ্চিত হয়েছিলেন। এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গুলির টাকা যাতে সরাসরি আসল উপভোক্তাদের পেতে কোন সমস্যা না হয়, তার জন্য কিছু নিয়ম চালু করেছেন। সেই সকল নির্দেশ সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক।

উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুইবার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই করতে হবে এমনটা জানানো হয়েছে। প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে, উপভোক্তার ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ‘ক্যানসেল চেক’ নিতে হবে। একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ভালো করে দেখে নিতে হবে তার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি নম্বর।

উপভোক্তা ঠিক কোন প্রকল্পে টাকা পাবেন, সে বিষয়ে নজর থাকতে হবে। সেই সাথে সতর্ক থাকতে হবে যাতে একজন উপভোক্তার একাধিক অ্যাকাউন্টে টাকা না ঢুকে যায়। সব মিলিয়ে ব্যাঙ্কের টাকা ঢোকানোর আগে একজন উপভোক্তারের সমস্ত ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরেই এবার থেকে টাকা ব্যাঙ্কে ঢুকবে।

যদি কোন কারণে উপভোক্তার কোন ডিটেলসে কিছু অন্য রকম ভুল ভ্রান্তি চোখে পড়ে, তাহলেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো থেকে বিরত থাকবেন সরকারি দফতরের আধিকারিকরা। যে গ্রাহক প্রকল্পের জন্য টাকা পাবেন, সেই গ্রাহকের ব্যাংকিং শাখা পশ্চিমবঙ্গ শাখার মধ্যে থাকতে হবে, না হলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে না।

সকল উপভোক্তার তথ্য যাচাই করবে রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্থ এনপিসিআইএল। উপভোক্তার নামের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য না মেলে তবে সেক্ষেত্রে উপভোক্তার টাকা ঢোকানো হবে না, তখন পুনর্বার আবার ব্যাঙ্ক ডিটেলস চেক করা হবে। উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর পরই তার ফোনে একটি মেসেজ পাঠানো হবে।

Indian Currency (ভারতীয় মুদ্রা ১০ টাকার কয়েন)

যদি দেখা যায় যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি উপভোক্তার নামের সঙ্গে মিলে যাচ্ছে তাহলেই টাকা দেওয়া হবে। উপভোক্তার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কোনো কারণে না মেলে তাহলে সেই দিকে নজর রাখতে হবে। টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয়ের বিষয়ে নজর রাখতে হবে। যে সব দফতর তরফে টাকা পাঠানো হচ্ছে, তাদের মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে সমস্ত কিছু পর্যালোচনা করে স্টেটমেন্ট পাঠাতে হবে সরকারকে।

রেশন কার্ড বাতিল সঙ্গে জরিমানা। রেশন কার্ড আধার লিংক না করলে এখনই সতর্ক হন

বিভিন্ন প্রকল্পের কারচুপি এড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দপ্তর গুলিকে ১৬ দফা নির্দেশিকা দিয়েছেন। এইবার থেকে প্রকল্পের জন্য আর্থিক অনুদান দেওয়ার আগে এই ১৬ দফা নির্দেশিকা মেনে টাকা দিতে হবে উপভোক্তাদের জন্য। যাতে যোগ্য উপভোক্তারা প্রকল্পের অনুদান পেতে পারেন, তার জন্যই এই রকম কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Written by Shampa debnath

Related Articles