অর্থনীতি

LIC Adhar Shila Scheme – LIC র আধার শিলা পলিসি, মাত্র 58 টাকা বিনিয়োগে পাবেন 8 লাখ টাকা।

LIC Adhar Shila Scheme

সঞ্চয়ের বড় ভূমিকা হল ভবিষ্যত জীবনে যে কোনো বাঁধা আসলে তা কাটিয়ে দেওয়া। তাই ব্যাংক হোক বা পোস্ট অফিস স্কিমে কিংবা LIC (LIC Adhar Shila Scheme) পলিসিতে টাকা সঞ্চয় করে থাকেন লাখ লাখ সাধারণ মানুষ। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কোনটি ভালো রিটার্ন দেবে, তা না জেনে টাকা জমা করছেন? ভুলেও এই কাজ করবেন না। আজকে এমন একটি পলিসি সম্পর্কে জানানো হবে, যা পলিসি হোল্ডারকে বিভিন্ন সুবিধা দেবে। ম্যাচুরিটি শেষে পাওয়া যাবে বিরাট অঙ্কের টাকা। এটি হল রাষ্ট্রয়ত্ব বিমা সংস্থার একটি জনপ্রিয়তা স্কিম।

বিশেষত মহিলাদের সুবিধার্থে এই পলিসি বা স্কিমটি চালু করেছিল LIC.
স্কিমের নাম- এলআইসি আধার শিলা স্কিম (LIC Adhar Shila Scheme).
এই স্কিমটির নাম শুনেই বোঝা যাচ্ছে যে সকল মহিলাদের আধার কার্ড রয়েছে, তারা এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন। নূন্যতম টাকা বিনিয়োগেই পাওয়া যাবে মোটা টাকা রিটার্ন।

LIC Adhar Shila Scheme এ কত টাকা বিনিয়োগ করতে হবে?
কমপক্ষে ৭৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এই স্কিমে। তাছাড়া ব্যক্তি যদি প্রতিদিন ৫৮ টাকা করে বিনিয়োগ করেন, পাবেন ম্যাচুরিটি শেষে প্রায় ৮ লাখ টাকা।
বিনিয়োগের বয়সসীমা- নূন্যতম ৮ বছর সর্বোচ্চ ৫৫ বছর। তবে ম্যাচুরিটির বয়স সর্বোচ্চ ৭০ বছর হতে হবে।

পলিসির মেয়াদ- কমপক্ষে ১০ বছরের জন্য এই পলিসি চালু করতে হবে। সর্বোচ্চ ২০ বছরের জন্য মেয়াদ থাকবে।
প্রিমিয়াম কিভাবে জমা দিতে হবে?
LIC-র এই পলিসিতে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিকীতে প্রিমিয়াম জমা দেওয়া যাবে। যদি কোনো সমস্যা বশত পলিসিতে প্রিমিয়াম দিতে না পারেন অতিরিক্ত ৩০ দিন ছাড় দেওয়া হবে। আর যদি প্রতি মাসে প্রিমিয়াম জমা দেওয়া হয়, প্রিমিয়াম জমা করার ক্ষেত্রে ১৫ দিনের ছাড় পাওয়া যাবে।

এই মুহুর্তে ব্যাংক না পোষ্ট অফিস, কোথায় টাকা রাখা বেশি লাভ ও নিরাপদ, এই হিসেব দেখে সিদ্ধান্ত নিন।

অনেকেই আছেন একদমই সামান্য টাকা জমিয়ে ভবিষ্যত সুরক্ষিত করতে চান। পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চান, তাদের জন্য এই পলিসি দারুন সব সুবিধা দেবে। ৬ জানুয়ারি, ২০১৭ সালে এই পলিসিটি চালু করে LIC.
অন্যান্য সুবিধা-
১) ঋণের সুবিধা-
পলিসি কেনার ৩ বছর পর পলিসি থেকে ঋণ গ্রহণ করার সুবিধা মিলবে।
২) ডেথ বেনিফিট-
পলিসি কেনার ৫ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে বিমার টাকা প্রদান করা হবে। পাশাপাশি বোনাসও দেওয়া হবে।

 সকল নাগরিকদের জন্য জরুরি বার্তা, খুব শীঘ্রই রেশন কার্ডের নিয়মে পরিবর্তন আনছে সরকার।

৩) মেয়াদ পূর্ণ হলে টাকা তোলার নিয়ম?
পলিসির মেয়াদ পূর্ণ হলে একেবারে টাকা তোলা যাবে। কিংবা প্রতি মাসে টাকা তোলা যাবে। আবার ২ বছর LIC Adhar Shila Scheme চালানোর পরও স্যারেন্ডার করা যাবে।
এবার আসা যাক, কিভাবে ৫৮ টাকা বিনিয়োগে পাওয়া যাবে প্রায় ৮ লাখ টাকা?
ধরা যাক কোনো ব্যক্তি এই পলিসিতে প্রতিদিন ৫৮ টাকা করে বিনিয়োগ করছেন। তাকে প্রথম বছরে ৪.৫% ট্যাক্স দিয়ে জমা দিতে হবে ২১,৯১৮ টাকা। ২০ বছরের মেয়াদে তাকে ৪ লাখ ২৯ হাজার ৩৯২ টাকা জমা করতে হবে। ম্যাচুরিটি শেষে তিনি পাবেন ৭ লাখ ৯৪,০০০ টাকা। অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *