LIC Golden Jubilee Scholarship: LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম। 20000 টাকা পাবে ছাত্র ছাত্রীরা
এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম (LIC Golden Jubilee Scholarship Scheme) এর মাধ্যমে পড়ুয়াদের বার্ষিক ২০০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেন। এই স্কলারশিপ একজন দুঃস্থ পড়ুয়ার পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই আর্থিক সহায়তা দিয়ে থাকে।
LIC Golden Jubilee Scholarship
এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে, যাদের পারিবারিক আর্থিক অবস্থা অনেকটাই অনুন্নত। এই সমস্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্কলারশিপ চালু করা হয়েছে। LIC অর্থাৎ Life Insurance Corporation of India যেই প্রতিষ্ঠান জীবন বীমা নিগম হিসাবে বেশি পরিচিত। সম্প্রতি LIC একটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন ছাত্র ছাত্রীদের জন্য।
LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২৪
এই স্কলারশিপটির নাম এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ ২০২৪। এই স্কলারশিপে আবেদন করলে ২০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ থাকছে। LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিমে আবেদন করতে হলে কি রকম যোগ্যতা প্রয়োজন হবে, প্রয়োজনীয় নথিপত্র, স্কলারশিপের পরিমাণ, আবেদন পদ্ধতি এই সকল তথ্য সম্পর্কে আলোচনা করা হলো।
LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম আবেদনের যোগ্যতা
- গোল্ডেন জুবিলী স্কলারশিপে (Golden Jubilee Scholarship) মাধ্যমিক পড়ুয়া, উচ্চ মাধ্যমিক পড়ুয়া, কলেজ পড়ুয়া এছাড়া বিভিন্ন একাডেমিক কোর্সে ভর্তি হলেও আবেদন করতে পারবেন।
- আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পূর্ববর্তী ক্লাসে অবশ্যই ৬০ শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে।
- পারিবারিক আয় বার্ষিক ১ লাখ ৫০ হাজারের মধ্যে হতে হবে।
কোন ক্লাসে আবেদন করলে আপনি কত টাকা পাবেন
১) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যদি আপনি এই স্কলারশিপে আবেদন করেন তাহলে ২০ হাজার টাকা পেয়ে যাবেন।
২) এই ২০ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হবে।
৩) প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ৬০০০ টাকা করে দেওয়া হবে।
৪) তৃতীয় কিস্তিতে দেওয়া হবে ৮০০০ টাকা।
৫) ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষা স্তরে যদি এই স্কলারশিপে আবেদন করেন।
৬) তাহলে ৩০ হাজার টাকা দেওয়া হবে তিনটি কিস্তিতে।
৭) প্রথম ও দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে ৯০০০ টাকা করে এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হবে ১২০০০ টাকা।
৮) মেডিকেল স্তরে পড়ার সময় যদি এই স্কলারশিপে আবেদন করা হয় তাহলে ৪০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।
৯) প্রথম ও দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে ১২০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হবে ১৬০০০ টাকা।
১০) এই স্কলারশিপে আবেদনের জন্য যে ডকুমেন্ট গুলো লাগবে সেই গুলি হল – আইডেন্টিটি প্রুফ, পূর্ববর্তী ক্লাসের রেজাল্ট, পারিবারিক আয়ের সার্টিফিকেট, বাসস্থান সার্টিফিকেট, ব্যাঙ্কের পাস বুক, পাসপোর্ট সাইজ ফটো।
LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম
১) প্রথমে এলআইসি ইন্ডিয়া অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর একটি হোমপেজ খুলে যাবে।
৩) সেখানেই আপনারা এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপের (LIC Golden Jubilee Scholarship) ফর্ম দেখতে পাবেন।
৪) প্রথমে আপনার সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন।
৫) এরপর আপনার ডিটেইলস দিয়ে ফর্মটি ভালো হবে পূরণ করবেন।
৬) যে প্রয়োজনে ডকুমেন্ট গুলো চাইবে সেই গুলো স্ক্যান করে আপলোড করুন।।
৭) এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
এবারে ‘আপার কার্ড’ করতে হবে সকলকে! আপার কার্ড কি? আপার কার্ডের সুবিধা কি?
এই LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম জন্য আবেদন করতে পারবেন ২২ ডিসেম্বর পর্যন্ত। আপনারা যারা এই স্কলারশিপে আবেদনের জন্য আগ্রহী রয়েছেন, তারা অতি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন। আরও জানতে ভারতীয় জীবন বীমা নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
Written by Shampa Debnath