অর্থনীতি

LIC Index Plus Plan – নতুন পলিসি নিয়ে আসলো LIC. অভাবনীয় সুবিধা পাবে গ্রাহকেরা।

ভারতীয় জীবন বীমা নিগমের তরফে LIC Index Plus Plan নামক নতুন পলিসি লঞ্চ করা হল। নতুন পলিসিতে আছে অনেক সুবিধা। চলুন দেখে নিন কি কি সুবিধা পাবেন। গ্রাহকদের জন্যে নতুন জীবন বীমা পলিসির (New LIC Policy) সুবিধা নিয়ে এসেছে LIC. এর ফলে নতুন বীমা পলিসির সুবিধা পেতে চলেছে গ্রাহকরা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, LIC এর তরফ থেকে নতুন জীবন বীমা এলআইসি ইনডেক্স প্লাস লঞ্চ করা হয়েছে।

New LIC Index Plus Plan Policy 2024.

LIC Index Plus Plan হল মূলত ইউনিট লিঙ্ক লাইফ ইনসিওরেন্স স্কীম। LIC বড় পক্ষ থেকে প্রদান করা একটি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর বিবৃতি অনুসারে LIC Index Plus Plan লঞ্চ করা হয়েছে চলতি সালে 5ই ফেব্রুয়ারি। LIC এর তরফ থেকে আরো জানান হয়েছে , গ্রাহকরা LIC এর এই নতুন পলিসিটি চলতি বছরে 6ই ফেব্রুয়ারি থেকে কিনতে পারবে।

সূত্রের খবর BSE (Bombay Stock Exchange) প্রেস রিলিজে LIC এর পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখনে বলা হয়েছে, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার 2015 সালের আইন অনুসারে জানান হয়েছে যে LIC একটি নতুন প্ল্যান লঞ্চ করার কথা ঘোষনা করেছে, যা গ্রহিত 2024 সালের 6ই ফেব্রুয়ারি থেকে কিনতে পারবে (LIC Index Plus Plan).

প্রসঙ্গত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই নতুন LIC Index Plus Plan লঞ্চ করার বিষয়ে উল্লেখ করে একটি পোস্ট করা হয়েছে। LIC এর নতুন লাইফ ইনসিওরেন্স পলিসি LIC ইনডেক্স প্লাস একটি ইউনিট লিঙ্ক, নন পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল লাইফ ইনসিওরেন্স পলিসি। এই বীমা পরিকল্পনাটি পলিসির মেয়াদ জুড়ে জীবন বীমা কভারেজ সহ সেভিংস করার সুবিধা দেওয়া হবে।

এই পলিসিটি কেনার বয়স সীমা শুরু সর্বনিম্ন 90 দিন থেকে। মূল বীমার পরিমাণের ভিত্তিতে করে পলিসিতে প্রবেশ করার সর্বাধিক বয়স সীমা 50 বা 60 বছর। বীমা অর্থের উপরে নির্ভর করে Maturity নূন্যতম বয়স 18 বছর এবং সর্বাধিক বয়স 75 থেকে 85 বছর। আর পলিসির সর্বোচ্চ মেয়াদ 25 বছর। প্রিমিয়াম পেমেন্টের টার্মের সঙ্গে পলিসির টার্মের কোন পার্থক্য নেই। ন্যূনতম প্রিমিয়ামের সীমা বার্ষিক হিসাবে 30,000 টাকা, অর্ধবার্ষিক হিসাবে 15000 টাকা এবং ত্রৈমাসিক হিসাবে 7500 টাকা (LIC Index Plus Plan).

SBI E Mudra Loan (স্টেট ব্যাংক মুদ্রা লোন)

LIC Index Plus Plan Benefits

  1. নির্দিষ্ট শর্তের বিপরীতে রয়েছে আংশিকভাবে টাকা তুলে নেওয়ার সুযোগ।
  2. এই প্ল্যানটি একটি নন পার্টিসিপেটিং প্ল্যান।
  3. রিফান্ড এবং মর্টালিটি চার্জ গুলো শর্তসাপেক্ষ।
  4. এই বীমা পরিকল্পনাটির সঙ্গে LIC লিঙ্কড অয়াক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার এর সুবিধা গ্রহণ করার বিকল্প রয়েছে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার একধাক্কায় বাড়ল। গরীব মধ্যবিত্তের কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ।

এই LIC Index Plus Plan 5 বছরের লক ইন পিরিয়ড আছে। লকইন পিরিয়ড পার হলে যে কোনো সময় ইউনিট গুলো আংশিকভাবে প্রত্যাহার করার সুযোগ রয়েছে। আর এই New LIC Policy সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছে হলে আপনাদের LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা কোন এজেন্ট এর থেকে বিস্তারিত জেনে তবেই বিনিয়োগ (LIC Investment) করবেন।
Written by Ananya Chakraborty.

ব্যাংক একাউন্ট থাকলেই 10000 টাকা পাবেন। প্রধানমন্ত্রীর বড় ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *