অর্থনীতি

LIC শেয়ারে পতন, মাথায় হাত বিনিয়োগকারীদের। আপনার আছে পলিসি?

Adv

রাষ্ট্রীয় বিমা সংস্থা LIC এর নাম সকলেরই শোনা। পলিসি হোল্ডারদের সুবিধার্থে একাধিক পলিসি ইতিমধ্যেই চালু করেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা LIC. সম্প্রতি এই বিমা সংস্থার শেয়ার তালিকাভুক্তির এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ১৭ মে এলআইসির শেয়ার তালিকাভুক্তি করা হয়েছিল। এলআইসির আইপিও শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ থাকলেও, সেই নিয়েই বড়সড় ধাক্কার সম্মুখীন হয়েছেন অনেক বিনিয়োগকারী। অনেকে ধারণাও করতে পারবেন না বিনিয়োগকারীরা এই সময়ে কত টাকার লোকসানের সম্মুখীন হয়েছেন।

LIC তে বড় ধাক্কা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের সবথেকে বড় আইপিও প্রদর্শন করা বিমা সংস্থাটির শেয়ারের ইস্যু মূল্য নির্দিষ্ট অঙ্কে ঠিক করা হলেও, পরে তা ৯ শতাংশ কমানো হয়েছিল। আরো বিস্তারিতভাবে বলা যায়, এলআইসি আইপিও গত বছরের ৪ মে সাবস্ক্রিপশনের জন্য ওপেন করা হয়েছিল। ৯ মে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর শেয়ার বিনিয়োগকারীর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

Ad

তবে আইপিওটি প্রায় তিনগুণ সাবস্ক্রিপশন পেয়েছিলো। যেটির মাধ্যমে সরকার এলআইসির ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২০,৫৫৭ কোটি টাকা পেয়েছিলো। এলআইসির ২২.১৩ কোটিরও বেশি শেয়ার বিক্রির জন্য রাখা হয়েছিল। শেয়ার প্রতি ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছিল ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মূল্য আরো ৯ শতাংশ কমানো হয়েছিল। অর্থাৎ পূর্বে এই শেয়ার মূল্য ছিল ৯৪৯ টাকা।

পরে ৯ শতাংশ কমে ৮৬৭ টাকা ২০ পয়সায় তালিকাভুক্ত করা হয়েছিল। শেয়ারে বিনিয়োগকারীরা কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন? সংবাদ মাধ্যম সূত্রে খবর, মূল্য তালিকাভুক্তির দিন থেকে শেয়ারের দাম আরো ২৯৯.৩ টাকা কমেছে। ফলে বলার অপেক্ষা রাখে না বিনিয়োগকারীদের বিনিয়োগে ক্ষতির বিষয়টি। বিনিয়োগকারীরা গত ১ বছরে প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা হারিয়েছেন।

100, 200, 500 টাকার নোট নিয়ে নির্দেশিকা জারি ব্যাংকের, ফের সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ?

বর্তমানে LIC এর শেয়ারগুলি ইস্যু মূল্যের প্রায় ৪০ শতাংশ নীচে ট্রেড করছে। শেয়ারে বিনিয়োগ করার বিষয়টি ঝুকিসাপেক্ষ হলেও, অনেকেই বিনিয়োগ করে থাকেন। এতে করে অনেক সময় যেমন লাভবান হন বিনিয়োগকারীরা। তেমনই ক্ষতির সম্মুখীনও হতে হয়। এক্ষেত্রেও গত ১ বছরে LIC আইপিও শেয়ারেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বিনিয়োগকারীরা। এই আইপিওর মাধ্যমে সরকার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২১ হাজার কোটি টাকা তুলতে চলেছে।

LIC আইপিও নিয়ে সরকারের লক্ষ্য হল ২০২২-২৩ অর্থবর্ষে বিনিয়োগ থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা। অন্যদিকে এলআইসির বীমা সংস্থা এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডের শেয়ারেও পতন হয়েছে।
এর ফলে LIC পলিসি হোল্ডারেরা কতটা সমস্যায় পড়তে চলেছেন?
অনেক পলিসি হোল্ডারের মনে এই নিয়ে প্রশ্ন থেকেই যায়, তাদের কেনা পলিসির উপর কোনো সমস্যা আসবে না তো? তাহলে জানিয়ে রাখি, শেয়ারে পতন ঘটলেও পলিসি হোল্ডারদের কোনো সমস্যায় পড়তে হবে না। এবার জেনে নেওয়া যাক আর কোন কোন বিমা কোম্পানির বিনিয়োগে বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

1000 টাকার নোট নতুন রূপে ফিরিয়ে আনা হচ্ছে? কি জানালেন RBI গভর্নর শক্তিকান্ত দাস।

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে ১৩ শতাংশ এবং ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৮ শতাংশ কমেছে।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

string(103) ""