অর্থনীতি

LIC Saral Pension Yojona – LIC এর বাম্পার পেনশন পলিসি, হাত খরচের টাকা জমিয়ে প্রতিমাসে 12000 টাকা পেনশনের সুবিধা।

LIC Saral Pension Yojona সম্পর্কে জানেন? প্রত্যেক মানুষেরই ইচ্ছে থাকে বয়সকালে সুখ স্বাচ্ছন্দে জীবন যাপন করবেন। আর সেই কারণে আগে থেকেই সঞ্চয় করা ভালো। কারণ বৃদ্ধ বয়সে কাজ করার মতো জোর অনেকেরই শরীরে থাকে না। কিংবা করতে ইচ্ছুক থাকেন না। তাই বিনিয়োগের মাধ্যমে ভালো সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে LIC পলিসিতে। সবথেকে বড় সুবিধা প্রতি মাসে পাওয়া যায় মোটা অঙ্কের পেনশন। কিভাবে বিনিয়োগ করতে হয়? কত টাকাই বা বিনিয়োগ করতে হয়? অন্যান্য কোন কোন সুবিধা পাওয়া যায়? বিস্তারিতভাবে নিচে জানানো হল।

LIC Saral Pension Yojona

LIC পলিসির নামঃ সরল পেনশন যোজনা (LIC Saral Pension Yojona).
এই পেনশন পলিসিতে গ্রাহক তার বয়স অনুযায়ী মাসে মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে নির্দিষ্ট সময় পর প্রতিমাসে ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন। তবে প্রিমিয়াম, বয়স ও সামর্থ্য অনুযায়ী এই পেনশনের পরিমান কম বেশি করতে পারেন। অর্থাৎ পলিসি হোল্ডারের বয়স যত কম হবে, প্রিমিয়াম তত কম হবে। আবার পেনশন বেশি অংকের পেতে চাইলে প্রিমিয়াম বেশি দিতে হবে।

এই পলিসির সুবিধাঃ
১) এই পেনশন পলিসিতে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতেও প্রিমিয়াম জমা করা যাবে।
২) এই পলিসির সুবিধার পেতে হলে বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়স ৪০ বছর এবং সর্বোচ্চ বয়স ৮০ বছর হতে হবে। জমাকৃত টাকার উপর প্রতি মাসে পেনশন পাবেন। এই পলিসিতে বিনিয়োগ করলে সারা জীবন পেনশন পাওয়া যাবে।
৩) পলিসি কেনার তারিখ থেকে ৬ মাস পরে যে কোনও সময় উইড্র করা বা বন্ধ করা যাবে।

আবারও একধাপে অনেকটা কমলো সোনা রুপোর দাম, আজকে প্রতি গ্রামে কত টাকা খরচ করতে হবে?

৪) পলিসির অধীন বিনিয়োগকারী সিঙ্গেল একাউন্ট বা যৌথ একাউন্ট ওপেন করতে পারেন।
৫) ডেথ বেনিফিটঃ
একক বা সিঙ্গেল একাউন্ট বা যৌথ একাউন্টের ধারকেরা জীবৎকালে মাসিক পেনশন পাবেন। আর মারা যাওয়ার পর তার বা তাদের মনোনীত ব্যক্তি বা নমিনি ব্যক্তিকে জমাকৃত অর্থ দেওয়া হবে।
৬) ঋণের সুবিধাও পাওয়া যাবে।

৭) বিনিয়োগের বয়সসীমাঃ
যদি ব্যক্তি ৪০ বছর থেকে বিনিয়োগ করা শুরু করেন। তাহলে মাত্র একবার প্রিমিয়াম জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি চাইলে সেই বয়স থেকেই পেনশনের সুবিধা পাবেন। অন্যথায় ৪০ বছর থেকে ৮০ বছরের মধ্যে বিনিয়োগ করার সুবিধা পাওয়া যাবে। তবে মনে রাখবেন প্রিমিয়াম যত বেশি দেবেন, বেনিফিট তত বেশি পাবেন।

কত টাকা পেনশন পাওয়া যাবে?
ব্যক্তি যদি LIC Saral Pension Yojona পলিসিতে প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে প্রতি ত্রৈমাসিকে ৩০০০ টাকা বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে পেনশন হিসেবে পাওয়া যাবে ১২০০০ টাকা করে। আবার LIC Saral Pension Yojona পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে আর প্রিমিয়াম দিতে হবে না, এবং নমিনি, সেই সুবিধা পাবেন।

LIC Saral Pension Yojona পলিসি কেনার পদ্ধতিঃ
ব্যক্তি অনলাইন বা অফলাইনে পলিসি কেনার সুযোগ পাবেন। অনলাইনে কেনার জন্য LIC এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

এপ্রিল থেকে পেনশন গ্রাহকদের নতুন নিয়ম। না মানলে টাকা তুলতে সমস্যা হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ
https://licindia.in/
অফলাইন এ কেনার জন্য LIC এজেন্টের সঙ্গে যোগাযোগ করা যাবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *