ট্রেন্ডিং

ভর্তুকি তো গেল! LPG গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম কেন্দ্রের, আবার লাইনে দাঁড়াতে হবে?

রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে ফের চিন্তায় দেশের কোটি কোটি মানুষ! কিন্তু এবারে ফের কি এমন জানানো হল যার জন্য এই চিন্তা? বর্তমান যুগে সব ডিজিটাল। মানুষ নিজেদের ধীরে ধীরে আপডেট করতেও শুরু করছে। সরকারও তার জন্যে নানা রকমের কর্মসূচি, প্রকল্প নিয়ে এসেছে যাতে সাধারন মানুষদের জীবন আর উন্নত হয়। এখন প্রায় বেশির ভাগ বাড়ির মহিলারাই উনোন, স্টোভ এই সবের ব্যবহার ছেড়ে দিয়ে গ্যাসের (Gas Cylinder) ব্যবহার শুরু করেছে (Liquefied Petroleum Gas).

LPG Gas Cylinder e-KYC New Update.

LPG সিলিন্ডার যেমন রান্না করতে সুবিধা তেমন পরিবেশ দূষণও কম হয়। এই সিলিন্ডার যাতে গরিব মধ্যবিত্ত সব মানুষ কিনতে পারে তার জন্যেও কেন্দ্র সরকার নানা প্রকল্প নিয়ে এসেছে। LPG সিলিন্ডার নিয়ে যখনই কোনো ঘোষনা হয় তখনই সেই দিকেই নজর থাকে সাধারন মানুষদের। এবারও রান্নার গ্যাস সিলিন্ডার গ্রাহকদের জন্যে এলো বড় খবর। কিসেই বড় খবর চলুন দেখে নিন।

রান্নার গ্যাস নিয়ে সরকারের নতুন নিয়ম

গ্যাস কানেকশন নিয়ে মাঝে মধ্যেই সরকারের কাছে কারচুপির অভিযোগ জমা পরে। তাই এবার গ্যাস পরিষেবায় স্বচ্ছতা আনার জন্য এবং গ্রাহকদের ভর্তুকি বজায় রাখার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরিপদ সিং পুরি এই নিয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী স্পষ্ঠ করে জানিয়েছেন, LPG গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে LPG Gas KYC করার কোনো রকম সময় সীমা নির্ধারণ করা হয়নি।

রান্নার গ্যাসে KYC আর কতদিন?

সেই সাথে কেন এই কাজ চালু করেছেন সেই বিষয়েও তিনি বলেছেন। তিনি বলেছেন, বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Gas Cylinder) ভুয়ো বুকিং বন্ধ (LPG Gas Booking) করতে এবং জাল অ্যাকাউন্ট গুলোকে বন্ধ করার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে প্রকৃত গ্রাহকরা গ্যাস সিলিন্ডার পান তা নিশ্চিত করাতেই E-KYC করার কাজ শুরু করা হয়েছে। বিগত 8 মাস ধরে এই কাজ চলছে।

Holiday (ছুটি)

কিভাবে e-KYC করবেন?

পেট্রোলিয়াম মন্ত্রী আরও জানিয়েছেন, এই ই-কেওয়াইসি প্রক্রিয়া গ্যাস ডেলিভারি কর্মীরা গ্রাহকদের কাছে সিলিন্ডার সরবরাহ করার সময় পরিচয়পত্র যাচাই করেন। সেই সাথে মোবাইলে একটি অ্যাপের সাহায্যে গ্রাহকদের শংসা পত্রের ছবি তুলে নেন। এরপর ওই গ্রাহকদের মোবাইল নম্বরে একটি OTP যাবে আর OTP দিলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে বড় আপডেট! কবে থেকে টাকা ফেরত পাবেন সকলে?

গ্রাহকরা যদি চান তাহলে নিজেদের গ্যাসের অফিসে গিয়েও কাজ সারতে পারবেন। আর তার সাথে বাড়িতে বসে মোবাইল ফোনে Indane, Bharat Petroleum-র অ্যাপ ইনস্টল করেও এই কাজ করে নিতে পারবেন। যারা প্রকৃত গ্রাহক তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সময়ের চিন্তা না করে আপনারা এই কাজ নিজেদের সুবিধা অনুসারে সম্পন্ন করে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *