ট্রেন্ডিং

মাসের শুরুতেই LPG Gas ভর্তুকি নিয়ে বড় খবর! নতুন পুরনো সব গ্রাহকদের জানা উচিত

এবারে রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Gas Subsidy) নিয়ে মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে প্রত্যেকটি মানুষ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হয়ে উঠেছে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) বেশ কয়েক বছর আগেও মানুষ গ্যাস সিলিন্ডার ছাড়া নিজেদের জীবনযাত্রার কথা ভাবতে পারতো (Liquefied Petroleum Gas).

LPG Gas Subsidy Will Stop If You Dont Do Biometric.

সেই সময় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কাঠ কয়লা এবং ঘুটের মতো বিভিন্ন সামগ্রী।কিন্তু বর্তমানে LPG Gas ছাড়া কোনওভাবেই মানুষ তার দৈনন্দিন জীবনকে আর কল্পনা করতে পারে না। এলপিজি গ্যাস সিলিন্ডার মানুষের জীবনযাত্রাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করেছে বলেই জানা যায়। এবারে LPG Gas Subsidy পেতে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক লিংক করতে হবে সকলকে।

এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে এমনই বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছে কেন্দ্রীয় সরকার অনেকদিন আগেই। উজ্জ্বলা যোজনা প্রকল্পের (PM Ujjwala Yojana) অধীনে যে সমস্ত রান্নার গ্যাসে ভর্তুকি মিলছে সেই ভর্তুকি পেতে এবারে দিতে হবে বায়োমেট্রিক (LPG Gas Biometric) তথ্য! বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে গ্রাহকদের আঙুলের ছাপ, চোখের মণির ছবি এবং মুখের ছবি নেওয়া হয়েছে।

মূলত কেওয়াইসির (LPG Gas KYC) কারণে এই তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফ থেকে জানা যাচ্ছে স্পষ্ট কোনও সময় সীমা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছিল গত ৩১ শে ডিসেম্বরের মধ্যেই নাকি সমস্ত কিছু সম্পন্ন করতে হবে। এখনো পর্যন্ত নিজেদের কেওয়াইসি সম্পন্ন করেনি তারা সুযোগ পাবেন।

অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক গ্রাহকের বায়োমেট্রিক সংগ্রহ করা আদৌ সম্ভব কিনা সেই বিষয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। বিভিন্ন নিয়ম মেনে কেবলমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস বুকিং করতে হবে এই সময়। গ্রাহকদের উদ্দেশ্যে এটাই অনুরোধ ভয় পাওয়ার তেমন কিছু নেই। নিকটবর্তী গ্যাস সাপ্লাই অফিসে বায়োমেট্রিকের বিবরণ জমা দিতে হবে প্রত্যেককে।

উজ্জ্বলা যোজনা (LPG Gas On Ujjwala Yojana) আওতায় যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের এই নিয়ম বাধ্যতামূলক বলেই জানা গিয়েছে। কীভাবে প্রত্যেকের থেকে এই তথ্য সংগ্রহ করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম স্পষ্ট ব্যাখ্যা পাননি কেউ। সমস্ত কিছু ছেড়ে দেওয়া হয়েছে গ্যাস ডিলারদের ওপরে। প্রত্যেকে মনে করছেন লাইনে দাঁড়ানোর যন্ত্রণা সহ্য করতে হবে।

Yuvasree Prakalpa (যুবশ্রী প্রকল্প)

গ্যাসের দোকানে গিয়ে বাড়ি বাড়ি গ্যাস সিলেন্ডার সরবরাহ করেন যে সমস্ত কর্মীরা তাদেরকেই হয়তো দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ। তারাই হয়তো সংগ্রহ করবেন প্রত্যেক মানুষের বায়োমেট্রিক তথ্য। আর এখনো পর্যন্ত অনেক মানুষেরই এই রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিংক সম্পন্ন হয়েছে বা যারা এখনো করেননি তারা এই কাজ করার সুযোগ পাবেন।

2 লাখ টাকার সুবিধা পান 20 টাকা জমিয়ে। কিভাবে আবেদন করবেন?

অতএব এই জিনিসটি স্পষ্ট যে LPG Gas Biometric বাধ্যতামূলক হলেও সরকারের তরফে কাউকে তাড়া দেওয়া হচ্ছে না এই কাজের জন্য। তাই এখনো যারা এই কাজ সম্পন্ন করেননি তাড়া অবিলম্বে নিজেদের এই কাজটি সম্পন্ন করুন। নইলে আপনাদের ভবিষ্যতে কোন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written By Tithi Adak.

গরমের মধ্যে চুপি সারে একধাক্কায় বেড়ে গেল Electric Bill? কারেন্ট বিল নিয়ে রাজ্যের বিদ্যুৎ সংস্থা WBSEDCL কি জানালো?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *