ট্রেন্ডিং

LPG Gas Price – রান্নার গ্যাসের দাম নিয়ে মোদী সরকারের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে নতুন দাম কত?

কেন্দ্রীয় বাজেট ২০২৪ ইতিমধ্যেই পেশ হয়েছে আর এই বাজেটে LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে। এবারের বাজেটের (Union Budget 2024) পর যেহেতু ভোট তাই এবারের বাজেটে সাধারন মানুষদের জন্যে বিশেষ কিছু চমক থাকতে পারে বলে অনেকেই মনে করছিলেন। সেই বিশেষ কিছুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রান্নার গ্যাস।

New LPG Gas Price In India After Budget Announcement.

এই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) কমাতে পারে মোদি সরকার। আজকের বাজেটে কি কি ঘোষনা হতে পারে জেনে নেওয়া যাক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করেছেন এবং এই বাজেট পেশ করার মধ্যে দিয়ে অনেক বড় বড় ঘোষণা করা হয়েছে। বিশেষ করে মধ্যবিত্তরা উৎসুক হয়ে আছে জানার জন্য কি পেশ হতে চলেছে। এবছর যেহেতু লোকসভা ভোট তাই আজকের বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয়। এই বাজেট ভোটের আগ পর্যন্ত চলবে।

LPG Gas Price Latest Announcement

লোকসভা ভোটের আগে ভোট অন বাজেট সবচেয়ে বড় চমক আসতে পারে গ্রাহস্থ গ্যাসের দামে (LPG Gas Price). গত 5 বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপক ভাবে কমলেও তার একটুও সুবিধা পায় নি ভারতবাসী উল্টে দাম বেড়েই গিয়েছে। করের পরিমান বাড়িয়ে নিজেদের কোষাগার ভরছে সরকার। তার উপরে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জেরে হাসফাস অবস্থা সাধারন মানুষদের।

এর ফলে দিন দিন ক্ষোভ বেড়েই যাচ্ছে মানুষদের। ভোটের আগে LPG Gas Price পরিবর্তন করে ক্ষোভ কমানোর চেষ্টা করতে পারে মোদি সরকার। যেহেতু বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার বা জ্বালানি তেলের দাম বাড়া কমার বিষয়টি অফিসিয়ালি তেল কোম্পানি গুলো ঘোষণা করে, তাই বাজেটে সরাসরি দাম কমার ঘোষণা নাও থাকতে পারে।

Govt Rules (সরকারি নিয়ম বদল)

বদলে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির LPG Gas Price উপর চাপানো করের পরিমাণ অনেকটা কমিয়ে দিতে পারেন অর্থমন্ত্রী। সূত্রের খবর এই কর কমানো হলে এক দু দিনের মধ্যে রান্নার গ্যাসের দাম 80 থেকে 100 টাকা কমতে পারে। ফলে রান্নর গ্যাসের দাম 900 থেকে 800 তে নেমে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কম তাই এই সুযোগটা কাজে লাগাতে পারে মোদি সরকার (Modi Government).

দেশজুড়ে শুরু হলো CAA বিল। এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন। কিভাবে নাগরিকত্ব পাবেন?

কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে সঠিক কোন ধরণের তথ্য জানতে পাওয়া যায়নি যে আদৌ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম আদৌ কমানো হবে কিনা। কিন্তু Indane এর তরফে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written By Ananya Chakraborty.

চাকরি না করেও প্রতিমাসে 5000 টাকা পেনশন পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *