Lottery Number: লটারির জন্য লাকি নম্বর কি কি? একবার জানলে বারবার পাবেন
লটারির টিকিট (Lottery Number) কাটতে পছন্দ করেন বেশ অনেক মানুষই। বর্তমানে যে হারে খরচ বেড়েছে, তাতে শুধুমাত্র কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করে বা ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভব হয় না, এছাড়াও এখন এই রোজগারের টাকায় সংসার চালানোই অসম্ভব হয়ে যাচ্ছে। কোন রকম খাটনি না করে ঝটপট কোটিপতি (Crorepati) হওয়ার একমাত্র প্রধান উপায় হল লটারির টিকিট (Lottery Ticket) কাটা।
Lucky Lottery Numbers know Before buy Lottery Ticket
অনেক ব্যক্তি কিছুটা ঝোকের বশবর্তী হয়ে লটারির টিকিট (Lottery Number) কাটে আবার অনেক ব্যক্তি কোটিপতি হওয়ার ইচ্ছা থেকেই লটারির টিকিট কাটে। লটারির টিকিট কাটার পর কোটিপতি হওয়া যদিও ভাগ্যের ওপর নির্ভর করে, তবুও কিছু কৌশল আয়ত্ত করলে ভাগ্যের চাকা খুব তাড়াতাড়ি ঘুরে যেতে পারে আপনার। তাই আজকের এই আলোচনাতে এই নিয়ে কিছু তথ্য জানানো হতে চলেছে।
আজকের লটারি নাম্বার
লটারি টিকিট কাটার সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়। অনেক সময় লটারির নাম্বারের (Lottery Number) ওপর নির্ভর করে আপনার জেতার ভাগ্য। একেক জন ব্যক্তির রাশি একেক রকম হয়। এই রাশি অনুযায়ী লাকি নাম্বার থাকে। আপনি যখন লটারির টিকিট কাটবেন, এই লাকি নাম্বার অনুসারে টিকিট কাটলে অনেক সময় আপনার ভাগ্য সহায় হতে পারে।
রাশি অনুসারে লাকি লটারি নাম্বার
মেষ রাশির জন্য শুভ সংখ্যা – ৯, ৪১, ৪৭, ৪৯, ৬০, ৬৭
বৃষ রাশির জন্য শুভ সংখ্যা – ১৪, ১৮, ২২, ৩১, ৩৭, ৫১
মিথুন রাশির জন্য শুভ সংখ্যা – ৪, ৫, ১১, ১৯, ৫২, ৬৮
কর্কট রাশির জন্য শুভ সংখ্যা – ৬, ১০, ১৫, ২৮, ৩৭, ৬৮
সিংহ রাশির জন্য শুভ সংখ্যা – ২, ২১, ২৩, ৫১, ৬১, ৬৪
কন্যা রাশির জন্য শুভ সংখ্যা – ৫, ১৩, ১৮, ১৯, ২০
তুলা রাশির জন্য শুভ সংখ্যা – ৩, ৯, ১৫, ২৭, ৫৪, ৬৪
বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা – ১, ৭, ১০, ২০, ২১, ৩৫
ধনু রাশির জন্য শুভ সংখ্যা – ৭, ১১, ২৭, ৩৪, ৬৩, ৬৪
মকর রাশির জন্য শুভ সংখ্যা – ৫, ৮, ১৩, ২৩, ২৬, ৫১
কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা – ৮, ১৫, ২৯, ৩১, ৪৯, ৬৯
মীন রাশির জন্য শুভ সংখ্যা – ১৪, ১৮, ২৪, ৩৩, ৬০
লটারি জেতার নম্বর
১) লটারি কটার সময় তাড়াহুড়ো করবেন না, মন স্থির করে লটারি কাটবেন।
২) লটারি কাটার সময় দেখে নেবেন তার আগের যে পুরস্কারটি পেয়েছে, সেই লটারির শেষ অংক বা নম্বর কত ছিল, আপনি যখন লটারি কাটবেন সেই নম্বরটি (Lottery Number) বাদ দিয়েই কাটবেন।
৩) যে লটারির টিকিট গুলো পুরস্কৃত হয়েছে সেই গুলোতে যদি দেখেন যে ১ সংখ্যা রয়েছে, তাহলে আপনি যখন লটারি কাটবেন তখন সে টিকিটে সংখ্যা রয়েছে কিনা এটাও দেখে নিতে পারেন (Lottery Number).
৪) আপনি যদি লটারি কাটার জন্য অভিজ্ঞ না হন, তাহলে যে সমস্ত ব্যক্তি অনেকবার লটারি কেটেছেন এবং লটারি জিতেছেন তাদের অভিজ্ঞতাও জেনে নিতে পারেন তাদের কাছ থেকে।
প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা। ব্যবসা করার জন্য ৫০,০০০ টাকা ঋণ কিভাবে পাবেন?
ভাগ্য যদি আপনার সহায় থাকে আর তার সাথে উপরে উল্লেখিত কৌশল গুলো আয়ত্ত করতে পারেন, তাহলে একদিন না একদিন আপনার ভাগ্যের চাকা ঘুরবে। সামনে আসছে নতুন বছর, তাই নতুন বছরে অনেকেই লটারি কেটে থাকেন। আপনিও যদি লটারি কাটেন তাহলে আপনার রাশি অনুযায়ী লাকি নম্বর গুলোতে (Lottery Number) একবার ট্রাই করে দেখতে পারেন।
Written by Shampa debnath