পশ্চিমবঙ্গের খবর

MAA Canteen : পশ্চিমবঙ্গে সর্বত্র ‘মা ক্যান্টিন’, 5 টাকা থাকলেই পেট ভরবে গরীবদের

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে ‘মা ক্যান্টিন’ (MAA Canteen) খোলা নিয়ে এবারে বড় সিদ্ধান্ত নেওয়া হল। দিন দিন যে হারে জিনিসের দাম বাড়ছে তাতে দুই বেলা দুই মুঠো খবর খাওয়া গরিব মানুষদের পক্ষে দুষ্কর। তাই এই মুদ্রাস্ফীতির (Inflamation) বাজারেও সাধারন মানুষদের পেট ভরাতে দারুন উদ্যোগ সরকারের। 5 টাকায় পাওয়া যাবে পেত ভর্তি খাবার অনেকদিন আগেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।

MAA Canteen Scheme 2024 Start in West Bengal.

আর এবার আবার চালু করা হবে এই মা ক্যান্টিন প্রকল্প (MAA Canteen Scheme). রাজ্যের সব জেলার পৌরসভা এলাকা গুলোতে খোলা হবে মা ক্যান্টিন। কাজ পাবেন অনেক মহিলারা। আর মাত্র ৫ টাকার বিনিময়ে আপনারা পেট ভরে খাবার খেতে পারবেন। এবার হয়তো ভাবছেন কোথায় খুলবে এই ক্যান্টিন? কারা কারা দ্বায়িত্ব পাবে? এই সব আপনাদের জানাব। তার জন্য পুরো প্রতিবেদনটি পড়ুন।

পশ্চিমবঙ্গে কোথায় খোলা হবে মা ক্যান্টিন?

মূলত রাজ্যের সব বাজার এলাকা গুলোতেই মা ক্যান্টিন চালু করতে চায় রাজ্য সরকার এর পুর ও নগরোন্নয়ন দফতর। এই MAA Canteen চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই বছর খানেক আছে সারা রাজ্য জুড়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল সেখান থেকেই জানা গিয়েছিল যে রাজ্যের পুরো এলাকা গুলোতে (Municipality Area) মোট বাজার আছে 1100 টি।

মা ক্যান্টিনের সুবিধা কাদের জন্য?

1100 টি বাজারকে আবার নতুন করে এর আওতায় আনা হবে। প্রত্যেকটি বাজার এলাকাতে MAA Canteen চালু করা হবে। মূলত হকার জোন গুলো এই ক্যান্টিন পাবে, যাতে লক্ষ লক্ষ মানুষকে সুবিধা দেওয়া যায়। রাজ্যের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্যই এই সুবিধা নিয়ে আসা হয়েছে বলে মনে করছেন অনেকে। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

এই দ্বায়িত্বে কারা থাকবেন?

এই MAA Canteen গুলো মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই চালান। রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন এই সব কাজ তারা যত্ন সহকারে করে থাকে। এর আগেও রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে একাধিক কাজ করেছে মুখ্যমন্ত্রী। আর এবার রাজ্যের এই মা ক্যান্টিনের উদ্যোগে খুশি হবেন মহিলারা। একদিকে কর্মসংস্থান এবং অন্য দিকে মানুষদের চিন্তা মানে এক ঢিলে দুই পাখি এই প্রবাদ বাক্যটি সঠিক হল।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

মা ক্যান্টিনে কি খাবার পাবেন ও কবে শুরু হবে?

এই মা ক্যান্টিনে সাধারন খেটে খাওয়া মানুষদের পেট ভড়াতে মূলত ডিম ভাত দেওয়া হয়। রাজ্য সরকার এই মা ক্যান্টিন চালু করেছিল 2021 সালের 15 ই ফেব্রুয়ারি। এখন পর্যন্ত এই ক্যান্টিন 5 কোটি 30 লক্ষ মানুষকে ডিম ভাত খাইয়েছে। সেই সময় MAA Canteen এর সংখ্যা ছিল 32 টি। 2022 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 212 তে। বর্তমানে এর সংখ্যা হয়েছে 330 টি।

জুলাই মাসে কোন রেশন কার্ডে কত রেশন সামগ্রী পাওয়া যাবে? তালিকা দেখে নিন

মা ক্যান্টিনের প্রকল্প কতটা সফল?

বিভিন্ন হাসপাতাল, কলেজ, বাজার এই সবের আসে পাশে দেখা যায় এই MAA Canteen. দূরদূরান্ত থেকে আসা মানুষ, কলেজ পড়ুয়া, হকার, রোগীর পরিজনেরা যাতে অল্প টাকায় পেট ভরে খেতে পারে তার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। এই মা ক্যান্টিন আবার চালু হলে অনেক খেটে খাওয়া মানুষ মাত্র 5 টাকায় পেট ভরে খেতে পারবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *