মহিলা সমৃদ্ধি যোজনায় ২৫০০ টাকা পাবে মহিলারা। অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন পদ্ধতি বিস্তারিত
এখন থেকে প্রতিমাসে ২৫০০ টাকা আর্থিক সাহায্য পাবে মহিলারা মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে। রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছে। নারী শক্তির জাগরণের জন্য এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য এই সমস্ত প্রকল্পের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর মধ্যে অন্যতম। আর এবারে মহিলাদের জন্য নতুন প্রকল্পের শুভ সূচনা করা হলো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে।
মহিলা সমৃদ্ধি যোজনায় প্রতি মাসে ২৫০০ টাকা
আমরা সবাই জানি, ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস ছিল এবং এই নারী দিবস উপলক্ষে মহিলাদের আরও স্বনির্ভর করে গড়ে তোলার জন্য নতুন একটি সরকারি প্রকল্প চালু করা হয়েছে। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তাহলে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কি সুবিধা পাবেন এই প্রকল্প থেকে এই সংক্রান্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদন থেকে। কিন্তু এই স্কিম পশ্চিমবঙ্গে নয় দিল্লি সরকারের তরফে নিয়ে আসা হয়েছে।
Mahila Samriddhi Yojana 2025 Online Apply
কিছু দিন আগেই দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপি। বর্তমান বিধায়ক রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী আসনে বসেছেন। মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পূর্ব মুহূর্তে তিনি জানিয়েছিলেন তিনি মহিলাদের জন্য আরও একটি প্রকল্পের সূচনা করবেন, যার মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন।
Mahila Samriddhi Yojana Registration Process
২০ ফেব্রুয়ারি ২০২৫ এ তিনি মহিলা জনগণদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক নারী দিবসের দিন তিনি ঘোষণা করে দিলেন মহিলা সমৃদ্ধি যোজনার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। যে সমস্ত মহিলারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চান তারা নাম দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে প্রায় ১৫ লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন।
মহিলা সমৃদ্ধি যোজনা আবেদনের যোগ্যতা ও নথিপত্র
১) আবেদনকারীদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
২) আবেদনকারীকে দিল্লির বাসিন্দা হতে হবে।
৩) বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকা বা তার কম হতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, বিপিএল রেশন কার্ড এবং আয়ের শংসা পত্র থাকতে হবে, কিন্তু এই নিয়ে অনেক জলঘোলাও হয়েছে।
মহিলাদের জন্য সরকারি প্রকল্পে আবেদন পদ্ধতি
একটি ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু করা হবে যে পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই আবেদনপত্র দেওয়া হবে সেই আবেদন পত্রে সম্পূর্ণ ডিটেলস পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র গ্রান্টেড হলে যেখানে যোগ্য মহিলারা ব্যাংক একাউন্টে 2500 টাকা করে পেয়ে যাবেন। টাকা দেওয়ার আগে আবেদনকারীদের সমস্ত নথিপত্র যাচাই করা হবে।
সেরা ফিক্সড ডিপোজিট সুদের হার ২০২৫। কোন ব্যাংক দিচ্ছে বেশি মুনাফা?
আন্তর্জাতিক নারী দিবসের দিন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে মহিলা সমৃদ্ধি যোজনা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য মন্ত্রীরা। আর মাসে মাসে ২৫০০ টাকা পাবে জেনে অনেক খুশি হয়েছে সেই রাজ্যের সকল মহিলারা।
Written by Shampa Debnath