Lakshmir Bhandar: পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গে বর্তমানে যত প্রকল্প রয়েছে সে গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar). এই প্রকল্পের কথা রাজ্যবাসী থেকে দেশবাসী প্রায় সবাই জানে (Government of West Bengal). কারন এই প্রকল্প চালু হওয়ার পরে বিভিন্ন রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে তাদের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প (Government Scheme for Women 2024) চালু করেছে।
West Bengal Lakshmir Bhandar Scheme Latest Update
2021 সালে ভোটের পর Lakshmir Bhandar চালু করে রাজ্য সরকার। বিগত 3 বছর ধরে এই প্রকল্পের জনপ্রিয়তা খুব বেড়েছে। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিল সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যে মহিলাদের হাতে প্রতিমাসে ভাতা তুলে দেয়। সাধারন শ্রেনীর নাগরিকদের দেওয়া হয় 1000 টাকা অর তপশিলি জাতি ও উপজাতিদের 1200 করে দেওয়া হয়।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
আগে এই প্রকল্পে দেওয়া হত 500 আর 1000 টাকা করে। লোকসভা ভোটের আগে এই ভাতার পরিমান বাড়ানো হয়। সম্প্রতি আর জি কর কান্ড (R G Kar) সামনে আসতেই এই প্রকল্প নিয়ে চলছে খুব চর্চা। এমনকি এই স্কীম বন্ধ হয়ে যাবে বলেও শোনা যায়। এছাড়াও অনেকে এই টাকা ফেরত দিতে চেয়েছেন বলেও শোনা যায়। তবে এই জল্পনাতে ইতি পরেছে। Lakshmir Bhandar যেমন চলছিল তেমনই চলবে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য
গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের কাজ শুরু করা হবে। এর সাথে তিনি জানান লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্যে রাজ্য সরকার 60 হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যে বাংলার 2 কোটির বেশি মহিলা এই Lakshmir Bhandar প্রকল্পের সুবিধা পাচ্ছে। মমতা ব্যানার্জি আরো বলেন, বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার পরে আছে সে গুলো পুজোর পরই পেয়ে যাবেন।
পুজোর আগে মহিলাদের জন্য সুখবর
পুজো হয়ে যাক ততদিন আমরা এই গুলো রিভিউ করে নেব। ডিসেম্বর মাস থেকে যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) দেওয়া হবে তা নয় বিধবা ভাতা, বাংলার বাড়ি এই সব প্রকল্পের টাকাও ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের 2 কোটি 15 লক্ষ মহিলাদের 40 হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে।
বিদ্যুতের বিলে ছাড় পাবেন, সঙ্গে খরচও কম হবে! রাজ্যবাসী এই দুই কাজ করুন
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে বিধানসভা, লোকসভা, পৌরসভা, পঞ্চায়েত ভোটে জিতছে তৃণমূল সরকার। এই প্রকল্পের দরুন মহিলাদের বড় অংশের ভোট পায় মমতা ব্যানার্জি। কিন্তু এই ঘোষণার ফলে পুজোর আগেই কোটি কোটি মহিলারা খুশি হয়েছেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.