চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্য বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). নবান্নে (Nabanna) দাঁড়িয়ে তিনি এই সম্পর্কে সাফ জানিয়ে দেন এবং সকলকে এই নির্দেশ মানতেই হবে। আর এই দিন কড়া ভাষায় সকলকে এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তাহলে চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

CM Mamata New Instruction for State Government Employees.

লোকসভা ভোট শেষ। ফলাফল ও ঘোষনা হয়ে গিয়েছে। দেশে ক্ষমতায় এসেছে NDA (National Democratic Alliance) জোট। তবে দেশে NDA জোট গঠন করলেও রাজ্যে বিজেপি তেমন কোনো ফল পাননি। এই রাজ্যে সবুজ ঝড় আবার উঠেছে। গতবারের তুলনায় এবার আরো ঘাঁটি শক্ত করেছে শাসক দল। এই বছর 29 টি আসনে জয়ী হয়েছে তৃণমূল (All India Trinamool Congress).

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী

ফলাফল ঘোষনা হওয়ার পর থেকেই তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্যে একের পর এক নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক ছিল শাসকদলের (TMC). সেখানে তিনি মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মন ভালো করেছেন তেমন সরকারি কর্মীদের উপরে কড়া নির্দেশও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী কর্মীদের কি জানালেন?

মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে একরাশ ক্ষোভ উগ্রে দিলেন মুখ্যমন্ত্রী। আর এই ক্ষোভের কারন ছিল, ‘কার মারফত ভেতরকার কথা বাইরে ছড়াচ্ছে? বিগত কয়েক দিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক বার বলেছেন, নবান্ন থেকে কালীঘাট সব জায়গাতেই তার লোক আছে। তারাই তাকে হাঁড়ির খবর দেন। আর এই বিষয় নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম না করেই কড়া বার্তা দিলেন তিনি।

এই দিনের নবান্নের বৈঠকের প্রথম থেকেই মেজাজ চড়া ছিল মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার ঘরে ঢুকলে যেমন সবাই ফোন বাইরে রেখে ঢোকেন তেমন এবার থেকে অর্থ (WBFIN) ও স্বরাষ্ট্র দফতরে ঢুকতে গেলেও ফোন বাইরে রেখে ঢুকতে হবে। এতদিন এই কাজ কেউ করত না। এবার থেকে সকল সরকারি কর্মীদের (State Government Employees) এই নিয়ম মেনে চলতে হবে।

Yuvasree New List (যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট)

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ

তবে শুধু নবান্ন নয় এই দিনের বৈঠকের কথাও যেন বাইরে ফাঁস না হয় তার নির্দেশও তিনি দেন। জানা গিয়েছে বৈঠক চলাকালীন তিনি বলেন এখানে যারা মোবাইল নিয়ে আছেন তারা কেউ রেকর্ড করবেন না। তিনি আরো বলেছেন। নবান্নের CCTV আরো জোড়তার করুন কারণ নজরদারি হচ্ছে না। এছাড়া তিনি সিনিয়ার অফিসার IPS মনোজ ভর্মাকে ডেকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন।

মর্নিং স্কুল শুরু হবে পশ্চিমবঙ্গে? তীব্র গরমে ফের জল্পনা শুরু

মুখ্যমন্ত্রী ওই দিন প্রাক্তন ডিজি রাজিব কুমার কেও করা নির্দেশ দিয়েছেন। প্রাক্তন ডিজি রাজিব কুমার বর্তমানে তথ্য ও প্রযুক্তি সচিবের পদে নিযুক্ত আছেন। তাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজিব তুমি IT তে বসে কি করছ? IT মানে তো তথ্য ও প্রযুক্তি। সার্ভিলেন্স রাখতে হবে। সব খবর রাখতে হবে তো!’ গতকাল মুখ্যমন্ত্রীর কড়াকড়ি দেখে অনেকেই গুটি শুটি হয়েছিলেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *