স্কলারশিপ

Medhashree Scholarship : ৮০০ টাকা দেওয়া শুরু হল মেধাশ্রী স্কলারশিপে। অ্যাকাউন্টে ঢুকেছে কিনা চেক করুন

পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের Medhashree Scholarship এর মাধ্যমে ৮০০ টাকা করে দেওয়া শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). গত বছর এই প্রকল্পের কথা ঘোষনা করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). অনেক পড়ুয়া এই প্রকল্পের (Medhashree Prakalpa) মাধ্যমে 800 টাকা করে অনুদান দেওয়া হয় পড়ুয়াদের।

Medhashree Scholarship Provide 800 Rupees for OBC Students.

রাজ্য সরকার প্রত্যেক বছর পড়ুয়াদের এই Medhashree Scholarship এর টাকা দিয়ে থাকে বই পত্র খাতা কলম কেনার জন্যে। ঠিক এই মতই এই বছরও রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের (School Students) টাকা দেওয়া শুরু করে দিয়েছে। আর এবারে এই সম্পর্কে আরও তথ্য সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হল। তাহলে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে নিন।

মেধাশ্রী স্কলারশিপে টাকা ঢোকা শুরু

2024 সালের শিক্ষাবর্ষের জন্যে Medhashree Scholarship এর টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। রাজ্যের প্রতিটি জেলার ট্রেজারি থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে। যে সব পড়ুয়ারা এই টাকা পেতে শুরু করেছে তাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি SMS যাচ্ছে। আর যাদের কোনো কারন বসত SMS ঢুকছে না তারা স্ট্যাটাস চেক করতে পারবেন।

Medhashree Scholarship 2024 Status Check

পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তা চেক করার জন্যে এই মেধাশ্রী প্রকল্পের (Medhashree Scheme) সরকারি অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই তাই আপনাদের টাকা ঢুকছে কিনা চেক করার জন্যে নিজেদের ব্যাঙ্কে গিয়ে পাস বই আপডেট করাতে হবে। আর এই ভাবেই আপনারা টাকা ঢুকেছে কিনা সেই সম্পর্কে জেনে নিতে পারবেন।

মেধাশ্রী স্কলারশিপের সুবিধা কারা পাবে?

রাজ্য সরকার এই Medhashree Scholarship শুরু করেছে রাজ্যের OBC শ্রেনীর পড়ুয়াদের জন্যে। OBC শ্রেনীর পড়ুয়াদের এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 800 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের অবশ্যই পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত রাজ্যের স্কুল পড়াশোনা করতে হবে। আর দ্বিতীয়ত পঞ্চম থেকে অষ্ঠম শ্রেনীর OBC পড়ুয়ারাদের এই 800 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ 50 হাজারের বেশি হলে চলবে না।

PMSS Scholarship (প্রধানমন্ত্রী স্কলারশিপ)

Medhashree Scholarship Apply Process & Documents

পড়ুয়ার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টুডেন্ট কার্ড, OBC সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আর পাসপোর্ট সাইজ রঙিন ছবি। তারপরে সেখানে নিজের ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করতে হবে। এবারে সেখান থেকে স্কুলের লেভেল টাইপ করতে হবে (Medhashree Scholarship). এরপরে সেখানে জেলা সাব ডিভিশন, ব্লক বা পৌরসভার নাম, স্কুল এর নাম ঠিক করে বসাতে হবে।

আর নয় 3 মাস! এবারে প্রতিমাসে Electric Bill পাঠাবে WBSEDCL, CESC-র পন্থা অবলম্বন?

এরপরে সেখানে ফ্রেস অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আসবে ততে ক্লিক করলেই Medhashree Scholarship ফর্ম চলে আসবে। এবার ওই ফর্মে যা যা চাইছে তা ঠিক মত বসাতে হবে। এবার নিচে একটি ক্যাপচা দেওয়া থাকবে ওই ক্যাপচাটি পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও এই সম্পর্কে আরও জানতে আপনারা নিজেদের স্কুলে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *