Ration Items List – ফেব্রুয়ারি মাসে পাবেন ডবল রেশন। কোন কার্ডে কি রেশন সামগ্রী পাবেন?
ভারতবাসী তথা রাজ্যবাসির কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ (Ration Items List). করোনার পর থেকে বিনামূল্যে রেশন (Free Ration) দিচ্ছে সরকার তাতে লাভবান হচ্ছে প্রচুর মধ্যবিত্ত ও গরিব মানুষ। পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সাথী (Khadya Sathi Scheme) বলে একটি প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার সাধারন (Government Of West Bengal) মানুষদের।
Ration Items List In February 2024.
বিনামূল্যে রেশন চালু করার পরই দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Camp) চালু করে রাজ্য সরকার এতে বাড়ির দুয়ারের সামনেই রেশন পাচ্ছেন সাধারন মানুষ। এর ফলে তাদের যেতে হয় না রেশন দোকানে। তবে এখনো এমন মানুষ আছে যারা জানেন না কত রকমের রেশন কার্ড আছে আর কোন রেশন কার্ডে কি কি রেশন ও কত পরিমান রেশন (Ration Items List) পাওয়া যায়? আজ এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
রাজ্যে রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড (Ration Card) রয়েছে। এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের (Ration Items List) পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে। তবে সেটা দেখার আগে একবার দেখে নেওয়া যেতে পারে রাজ্যে কত রকমের রেশন কার্ড রয়েছে।
আমাদের রাজ্যে 5 ধরনের রেশন কার্ড আছে AAY (Antyodaya Anna Yojana) PHH (Priority House Hold) SPHH (Special Priority House Hold), RKSY-1 (Rajya Khadya Suraksha Yojana), RKSY-2. এবার চলুন জেনে নিন কোন কার্ডে কি কি পরিমান ও কি কি রেশন পাওয়া যায় (Ration Items List). তাহলে আপনাদের রেশন দোকানে গিয়ে আরও বেশি সুবিধা হতে চলেছে।
AAY Ration Items List
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড অর্থাৎ AAY Ration card যাদের আছে তারা পরিবারের প্রত্যেকের মাথা পিছু বিনামূল্যে প্রতিমাসে রেশন সামগ্রীতে পাবে চাল 19 কেজি, আটা 13 কেজি 300 গ্রাম অথবা গম 14 কেজি আটার পরিবর্তে বিনামূল্যে পাবেন আর 1 কেজি চিনি পাবেন যা 13 টাকা দিয়ে কিনতে হবে। এর অতিরিক্ত আপনাদের কিছু নিতে হলে টাকা দিয়ে নিতে হবে।
SPHH Ration Items List
SPHH রেশন কার্ড যাদের আছে তারা প্রতিমাসে পরিবারের প্রতি সদস্যদের মাথা পিছু রেশনে পাবেন চাল 3 কেজি, আটা 1 কেজি 900 গ্রাম অথবা গম 2 কেজি আটার পরিবর্তে বিনামূল্যে পাবেন। আর এই সকল কার্ডধারীরাও অন্য কোন জিনিস সামান্য মূল্যের দ্বারা কিনে নিতে পারবেন। বাকি সকল কার্ডের তথ্য আপনারা আগে দেখে নিন (Ration Items List).
PHH RKSY – 1 RKSY – 2 Ration Items List
PHH রেশন কার্ড এর উপভোক্তারা পরিবারের সদস্যদের মাথা পিছু রেশনে পাবেন চাল 3 কেজি, আটা 1 কেজি 900 গ্রাম অথবা আটার পরিবর্তে গম 2 কেজি পাবেন। RKSY-1 রেশন কার্ড যাদের আছে তাদের পরিবারের সদস্যদের মাথা পিছু রেশনে পাবেন 2 কেজি চাল ও 2 কেজি 850 গ্রাম আটা অথবা আটার পরিবর্তে গম 3 কেজি। RKSY-2 রেশন কার্ড যাদের আছে তাদের পরিবারের সদস্যদের মাথা পিছু রেশনে পাবেন 1 কেজি চাল ও 1 কেজি আটা সম্পূর্ণ বিনামূল্যে (Ration Items List).
1লা ফেব্রুয়ারি থেকে গুরুত্বপূর্ণ নিয়ম বদল করলো মোদী সরকার। আমজনতা কি পেল?
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের (Food & Supplies Department) মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম কার্ড অনুযায়ী রেশনে চাল, আটা, গম এবং চিনির পরিমান গুলি। তাহলে আপনাদের Ration Card অনুসারে আপনারা কত কিলো করে রেশন সামগ্রী পাবেন সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা পাবে 12 হাজার টাকা! পুরুষরা পাবে 6 হাজার।