Govt Rules – 31শে মার্চের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলুন। হাতে মাত্র আর 4 দিন। না করলে সমস্যা।
আগামী ১লা এপ্রিল থেকে অনেক সরকারি নিয়ম বা Govt Rules বদলে যেতে চলেছে। কিন্তু আজকে আমরা সেই সকল কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম বা সরকারি নির্দেশ সম্পর্কে জেনে নিতে চলেছি। আয়কর রিটার্ন (Income Tax Return) দেওয়া বাধ্যতামূলক এটি সবাই জানে। আর এই চলতি বছরের 2023-24 এর আয়কর রিটার্ন দেওয়ার সময় চলে এসেছে।
Govt Rules For Income Tax Return File.
এই ট্যাক্স রিটার্ন (Govt Rules) জমা দেওয়ার এখন অনেক সময় আছে এসে তাড়াহুড়ো করার কিছু নেই। তবে এই ট্যাক্স রিটার্নের এমন একটি কাজ আছে যার মেয়াদ মাত্র কয়েক দিন। এই কাজটি যদি এই সময়ের মধ্যে না করে থাকেন তাহলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। কিসেই কাজ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাধারন মানুষ তাদের প্রতি বছরের ট্যাক্স (Income Tax) মোটামুটি সেই বছরেই জমা দিয়ে দেয়।
কোনো কারনে কয়েক দিন দেরি হয় কিন্তু আয়করের একটি নিয়মের জেরে আপনি 2 টি আর্থিক বছরের পুরনো আয়কর ফাইল এখনও আপডেট করিয়ে নিতে পারবেন। আয়কর বিভাগ এই সুযোগ দিচ্ছে সাধারন মানুষদের।2021-22 সালের জমা দেওয়া আয়কর যদি কেউ নিজেদের সঠিক আয় না দেখিয়ে থাকেন বা গোপন করে যান তাহলে তা আবার আপডেট করার সুযোগ দিচ্ছে (Govt Rules).
আর এটাই শেষ সুযোগ। এরই কাজ করার শেষ তারিখ 31শে মার্চ। এই তারিখের মধ্যে কাজ না সারলে আয়কর হানা হলে বিপুল আর্থিক জরিমানার পাশপাশি হাজতবাসও হতে পারে। আয়কর বিভাগের 139 (8A) ধারা অনুসারে 2021-22 অর্থবর্ষে জমা করা আয়কর রিটার্ন আপডেট করার কাজ চলছে। আয়কর আইন (Govt Rules On Income Tax) বলছে, 31শে মার্চের মধ্যে এই কাজ না করলে আপনার মোট কর বা লুকিয়ে যাওয়া আয়ের উপরে 200% জরিমানা নেওয়া হবে।
এমনিতে এই আয় লুকিয়ে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ (Govt Rules). সেখানে আপনি দুই বছর পর এই সুযোগকে কাজে লাগিয়ে লুকিয়ে যাওয়া আয়ের হিসেব আপডেট করার। তবে সেটাও এমনি এমনি হবে তা নয়। অবশ্য এখন আপডেট করলে আরও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। 2টি অর্থবর্ষ আগের আয়ের প্রকৃত হিসেব যদি এখন আপডেট করতে চান তাহলে 50% জরিমানা (Govt Rules) দিতে হবে।
আর যদি একটি অর্থবর্ষ আগের লুকিয়ে রাখা আয়ের হিসেব এখন আপডেট করতে চান তাহলে 25% জরিমানা দিতে হবে। বর্তমানে আয়কর বিভাগ তৎপর হয়ে উঠেছে গোপন আয় খোঁজার জন্যে তা সকলেই জানেন এবং দেখেছেন। আর তার শাস্তিও (Govt Rules) কেমন তার ধারনা মোটামুটি সবারই আছে। তাই এই অবস্থা থেকে বাঁচতে গেলে আর দেরি না করে অতি সত্ত্বর 31শে মার্চ এর মধ্যে IRT-U ফাইল করুন। আর নিজেকে বড় বিপদের হাত থেকে বাঁচান।
DA এর ফাঁড়া কাটছে সরকারি কর্মীদের। ভোট কর্মীদের মান ভাঙ্গাতে নতুন করে DA ভাবনা।
আর এই আয়কর ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম (Govt Rules) যেমন – রান্নার গ্যাসের দাম (LPG Gas Price), পেট্রোল ও ডিজেলের দাম ও অনেক ধরণের ব্যাংকিং নিয়ম বদলাতে চলেছে। কারণ ১লা এপ্রিল ২০২৪ থেকে নুত্ন আর্থিক বর্ষ শুরু হয়ে যাচ্ছে। আর এরই সঙ্গে আপনারা সময় মত নিজেদের আয়কর রিটার্ন জমা করে দিন, আর মাত্র ৪ দিন হাতে সময় আছে। আর এই নিয়ে আগামী অর্থবর্ষে কোন নিয়ম পরিবর্তন করাও হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.
বেকার ছেলে মেয়েদের চাকরি অথবা বেকার ভাতা দেওয়ার ঘোষণা। এই প্রকল্প কাদের জন্য ও কিভাবে আবেদন করবেন?