ট্রেন্ডিং

কৃষকবন্ধুদের জন্য বড় খবর! MSP বৃদ্ধি নিয়ে সুখবর দিলো কেন্দ্র সরকার

দেশের সকল কৃষকদের অবশেষে দাবি পূরণ হল। MSP বা Minimum Support Price নিয়ে বড় ঘোষণা করা হল ভারত সরকারের (Government of India) তরফে। কৃষকদের দেশের সকল মানুষের অন্নদাতা বলা হয়ে থাকে আর এই কারণের জন্যই রাজ্য হোক বা কেন্দ্র সরকারের তরফে নানা ধরণের সুবিধা নিয়ে আসা হয়। লোকসভা ভোটের ফলা ফল কিছু দিন আগেই প্রকাশ পেয়েছে। আর এইবার তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।

MSP Price Hike for Farmers.

তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে আসীন হওযার পরই কৃষকদের জন্য দারুন ঘোষনা করলেন তিনি। এই ঘোষনার ফলে উপকৃত হয়েছে কৃষকরা। গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে মোদীজির উপস্থিতিতে 14 টি ফসলের নূন্যতম সমর্থন মূল্য বৃদ্ধি (Minimum Support Price Hike) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন কৃষকরা। এবার থেকে তারা নির্দিষ্ট পরিমান ফসলে বেশি পরিমানে টাকা পাবে। কোন ফসলের ক্ষেত্রে কত টাকা বাড়ানো হল দেখে নিন।

নুন্যতম সমর্থন মূল্য বাড়ল

14 টি ফসলের MSP বাড়ানো হয়েছে। বুধবারে মন্ত্রীসভার বৈঠকে কৃষকদের কল্যাণে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার (Modi Government). তিনি জানিয়েছেন খারিফ মরশুমের জন্যে 14 টি ফসলের Minimum Support Price বাড়ানো হয়েছে। আর অনেকদিন ধরেই কৃষকদের তরফে এই নিয়ে সরকারের কাছে দাবি জানানো হচ্ছিলো। আর এবারে সেই দাবি অনেকটাই মেটানো হল।

How Much MSP Price Hike Check Below

ধান – ধানের ক্ষেত্রে পরিমাণ 2300 টাকা গতবারের তুলনায় 117 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
অড়হড় – অড়হড়ের ক্ষেত্রে পরিমাণ 7555 টাকা গতবারের তুলনায় 555 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
মুগ – মুগের ক্ষেত্রে পরিমাণ 8682 টাকা গতবারের তুলনায় 124 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
তুলো – তুলোর ক্ষেত্রে পরিমাণ 7121 টাকা গতবারের তুলনায় 501 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।

PM Vishwakarma Yojana (প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা)

জোয়ার – জোয়ারের ক্ষেত্রে পরিমাণ 3371 টাকা গতবারের তুলনায় 199 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
বাজরা – বাজরার ক্ষেত্রে পরিমাণ 2625 টাকা গতবারের তুলনায় 125 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
ভুট্টা – ভুট্টার ক্ষেত্রে পরিমাণ 2225 টাকা গতবারের তুলনায় 135 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
চিনা বাদাম – চিনা বাদামের ক্ষেত্রে MSP এর পরিমাণ 6783 টাকা গতবারের তুলনায় 406 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
বীউলি – বীউলি ডালের ক্ষেত্রে MSP এর পরিমাণ 7400 টাকা গতবারের তুলনায় 450 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।

রাজ্যে 13000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আবেদন কবে থেকে শুরু?

আর এই MSP বা নুন্যতম সমর্থন মূল্য বৃদ্ধি হওয়ার ফলে সকল কৃষকদের জন্য দারুণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মত অনুসারে, লোকসভা ভোটের ফল দেখে নিয়ে সরকার কৃষকদের মন পেতে এই সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক আখেরে তো কৃষকদের সুবিধা হবে সেইটাই অনেক বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *