কৃষকদের জন্য সুখবর! MSP বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
দেশের সকল কৃষক বন্ধুদের জন্য খুশির খবর। অবশেষে MSP বা Minimum Support Price অথবা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। আমরা কিছু বছর আগে দেশ জুড়ে নতুন কৃষি আইনের (Agriculture Law) বিরোধিতা দেখা দিয়েছিল এবং এর ফলে বিগত কিছু রাজ্যের বিধানসভা এবং এই বছরের লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দল বিজেপির (BJP) অনেকটাই আসন কমেছে বলে মনে করছেন অনেকে (Farmers).
Minimum Support Price Or MSP Hike News for Farmers.
আর সেই জন্য এবারে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে সবার আগে কৃষকদের জন্য MSP এর মাধ্যমে সকল ফসলের সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হল। এই ঘোষনার ফলে উপকৃত হয়েছে কৃষকরা। আমাদের দেশের অন্নদাতাদের জন্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার সকলের তরফেই নানা ধরণের প্রকল্প নিয়ে আসা হয়েছে। এর মধ্যে পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana) ও কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bondhu Prakalpa) সবচেয়ে জনপ্রিয়।
কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি
কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে মোদীজীর উপস্থিতিতে 14 টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি (Minimum Support Price Hike) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন কৃষকরা। এবার থেকে তারা নির্দিষ্ট পরিমান ফসলে বেশি পরিমানে টাকা পাবে। কোন ফসলের ক্ষেত্রে কত টাকা বাড়ানো হল দেখে নিন। আর এর ফলে দেশের কোটি কোটি কৃষকদের অনেক সুবিধা হতে চলেছে।
কৃষকরা এতে কতটা লাভবান হয়েছেন?
ধানের সমর্থন মূল্য 5.35% বৃদ্ধি করে প্রতি কুইন্টালে 2300 টাকা অনুমোদিত হয়েছে কৃষকদের জন্য। আর এতে চাষিদের মধ্যে আনন্দের ঢেউ দেখা দিয়েছে। গত 10 বছরের সংগ্রাম শেষ হয়েছে। MSP এর ব্যায় এক দের গুন বৃদ্ধি করা হয়েছে। তথ্য আনুযায়ী মোট ব্যায় এক দের গুন বৃদ্ধি করে কৃষকদের আয় এখন দ্বিগুণ হয়েছে। কৃষকরা SP তে 77%, ভুট্টায় 59%, ছোলায় 54%, মাস কলাই 52% লাভ পাচ্ছেন।
সরকারকে কত খরচ করতে হবে?
এই বছর সরকারকে খরচ করতে হবে 2 লক্ষ কোটি টাকা যা গত মরশুমের তুলনায় 35000 কোটি টাকা বেশি। তবে এই অর্থ শুধুমাত্র কৃষকদের দেওয়া হচ্ছে, যারা আমাদের দেশের মেরুদণ্ড। যদি আমাদের করের অর্থ কৃষকদের কাছে যায় তবে তা চমৎকার হবে। কৃষকরা শক্তিশালী হলে, দেশ শক্তিশালী হবে। এবারে ঠিক কোন শস্যে কত টাকা করে বাড়িয়ে দেওয়া হল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই বছর, ডাল ও তৈলবীজের MSP বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এই বছর তৈলবীজের উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। নাইজার এলাকায় প্রতি কুইণ্টালে 983 টাকা বৃদ্ধি করা হয়েছে। তিলের দাম প্রতি কুইণ্টালে 632 টাকা বাড়ান হয়েছে। আরহার ডাল একটি প্রধান ফসল যেখানে প্রতি কুইন্টালে 550 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এই বছর কত বৃদ্ধি করা হয়েছে দেখে নিন এক নজরে।
শস্যের দামে কত MSP বৃদ্ধি পেয়েছে?
1) ধানের ক্ষেত্রে MSP এর পরিমাণ 2300 টাকা গতবারের তুলনায় 117 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
2) জোয়ারের ক্ষেত্রে MSP এর পরিমাণ 3371 টাকা গতবারের তুলনায় 199 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
3) মালদান্ডির মূল্য প্রতি কুইণ্টালে 196 টাকা বেড়ে 3421 টাকা হয়েছে।
4) রাগির প্রতি কুইণ্টালে 444 টাকা বেড়ে 4290 টাকা হয়েছে।
5) ভুট্টার ক্ষেত্রে এর পরিমাণ 2225 টাকা গতবারের তুলনায় 135 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
6) অড়হড় এর ক্ষেত্রে MSP এর পরিমাণ 7555 টাকা গতবারের তুলনায় 555 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
7) মুগের ক্ষেত্রে এর পরিমাণ 8682 টাকা গতবারের তুলনায় 124 টাকা বৃদ্ধি পেয়েছে এবার।
8) কালো ছোলার MSP প্রতি কুইণ্টালে 450 টাকা বেড়ে 7400 টাকা হয়েছে।
তৈলবীজের MSP বৃদ্ধি
1) সূর্যমুখী বীজের MSP প্রতি কুইণ্টালে 520 টাকা বৃদ্ধি পেয়ে 7280 টাকা হয়েছে।
2) সয়াবিনের প্রতি কুইণ্টালে 292 টাকা বৃদ্ধি পেয়ে 4892 টাকা হয়েছে।
3) তিলের MSP প্রতি কুইণ্টালে 9267 টাকা হয়েছে।
4) নাইজার বীজের প্রতি কুইণ্টালে 8717 টাকা হয়েছে।
5) চীনা বাদামের প্রতি কুইণ্টালে 406 টাকা বৃদ্ধি পেয়ে 6783 টাকা হয়েছে।
হকারদের জন্য নতুন স্কিম আনল পশ্চিমবঙ্গ সরকার, ৮০ হাজার পেতে কিভাবে আবেদন করবেন?
তুলোর MSP বৃদ্ধি পেয়েছে
তুলোর ক্ষেত্রে এর পরিমাণ 7121 টাকা গতবারের তুলনায় 501 টাকা বৃদ্ধি পেয়েছে এবার। আর তুলোর বীজের প্রতি কুইণ্টালে হয়েছে 7521 টাকা। আর এই সকল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে কৃষকদের জন্য আরও অনেক ধরণের ঘোষণা করা হবে বলে মনে করছেন অনেকে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.