Govt Scheme – নতুন এই প্রকল্পে 2 লক্ষ টাকা পাবে। আবেদন করলেই টাকা পাবেন।
নতুন বছর পড়তেই Govt Scheme বা সরকারি প্রকল্প সম্পর্কে দারুণ খুশির খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও নানা রকমের নতুন নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে কেন্দ্র থেকে রাজ্য সব সরকার। দেশের জনগনের সুবিধার্থে নানা রকম প্রকল্প (Govt Scheme) নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। আজ আপনাদের সাথে কেন্দ্রের এমনই একটি প্রকল্প নিয়ে আলোচনা করবো যা পোস্ট অফিস বিভাগের প্রকল্প।
MSSC Govt Scheme Benefits Details.
পোস্ট অফিস বিভিন্ন ধরনের প্রকল্প আছে যেমন কোন প্রকল্প (Govt Scheme) মহিলাদের জন্যে, কোনোটা ছাত্র ছাত্রীদের জন্যে, কোনোটা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের জন্য। আজকে আপনাদের সাথে যে প্রকল্প (Govt Scheme) নিয়ে আলোচনা করবো তাহল দেশের সব গৃহবধুদের জন্যে। বাড়ির গৃহবধূরা সব সময় সঞ্চয় করে রাখে এই সঞ্চয় এর কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে।
Govt Scheme কি করে আবেদন করবে কি কি নথি লাগবে, কারা আবেদন যোগ্য এসব জানতে গেলে পুরো খবর পড়তে হবে। এই প্রকল্পের নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC). এই প্রকল্পটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এই প্রকল্প 2023-24 আর্থিক বর্ষে চালু করেছে। 1লা এপ্রিল 2023 এই প্রকল্প চালু করা হয়েছে।
আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং যদি সঞ্চয় করে থাকেন তাহলে এই প্রকল্প (Govt Scheme) আপনার জন্য। এই প্রকল্পটিতে আপনি 1 হাজার টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। দেশের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে। এই সম্পর্কে আরও জেনে নিন।
কারা আবেদন করতে পারবেন
এই প্রকল্পে দেশের সব মহিলারাই আবেদন যোগ্য। পোস্ট অফিসে গিয়ে এই account খুলতে হবে। একজন মহিলা একাধিক Account খুলতে পারবেন। কিন্তু নিয়ম অনুসারে সব গুলো মিলিয়ে মোট ডিপোজিট 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। কোন অপ্রাপ্ত বয়স্ক মহিলা যদি চালু করতে চায় তাহলে অভিভাবক চালু করতে পারবেন। এতে জয়েন্ট Account খুলতে পারবেন না। প্রকল্পটির (Govt Scheme) উদ্দেশ্য হল, দেশের সাধারণ মহিলারা তাদের ক্ষুদ্র সঞ্চয় টুকু নিরাপত্তার সহিত সঠিক সুদের হারে টাকাটি যাতে পায়।
প্রকল্পের নিয়ম
Govt Scheme শুরু খুলতে হলে পোস্ট অফিসে যেতে হবে। 2 বছর পর্যন্ত সঞ্চয় করতে হবে। 2 বছর পর Account এর মেয়াদ পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হলে আপনার সঞ্চয় করা অর্থ তুলে নিতে পারবেন। সরকারের তরফ থেকে আপনাকে 7.5% হারে সুদ দেওয়া হবে। এই প্রকল্পের আরো একটি বড় সুবিধা হল আপনার একাউন্টটি ম্যাচুরিটি পূর্ণ হওয়ার আগে কোন আপাতকালীন পরিস্থিতিতে আপনি টাকা তুলতে চাইলে সেটা তুলে নিতে পারবেন।
আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর জন্য। 30শে জানুয়ারির আগে জানুন।
এছাড়াও Account হোল্ডার ব্যক্তি যদি মারা যায় সে ক্ষেত্রে তার একাউন্টের নমিনির কাছে সম্পূর্ণ টাকাটি তুলে দেওয়া হবে। আপনার যদি চান এই Account খুলতে তাহলে পোস্ট অফিসে (Post Office) যোগাযোগ করুন। আর এই সুবিধা দেশের সকল মহিলাদের জন্য শুধুমাত্র। আর এই সুবিধা পাওয়ার জন্য আপনারা নিজেদের কাছাকাছি কোন পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
Written by Ananya Chakraborty.
বাড়ি বসেই সহজ কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড।