Aadhaar Card: সরকারি সুবিধা পাবেন না! আধার কার্ড আপডেট না করলে কি হবে? দেখুন
আধার কার্ড (UIDAI Aadhaar Card) হল দেশের সকল নাগরিকদের কাছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের মধ্যে অন্যতম। আর সকল ধরণের সরকারি ও বেসরকারি কাজের জন্য এই নথিপত্র ব্যবহার করতে হয়। আধার কার্ড কোন ব্যাক্তির ঠিক না থাকলে তাকে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। এবারে সকল আধার কার্ড গ্রাহকদের জন্য এক খুবই গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল (Unique Identification Authority of India).
Free Aadhaar Card Update Deadline Soon, Do it As Soon As Possible
আর হাতে মাত্র 10 দিন যারা এখন পর্যন্ত আধার কার্ড আপডেট করেনি তাদের এর পরে সমস্যায় পড়তে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ফেলুন। এখন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার কাজ চলছে। এই বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় বহু বার বাড়িয়েছে কেন্দ্র সরকার (Government of India).
বিনামূল্যে আধার কার্ড আপডেট!
তবে এবার আধার কার্ড আপডেটের (Aadhaar Card) তারিখ বাড়ানো নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তাই মনে করা হচ্ছে এটাই শেষ তারিখ এরপরে আর হয়তো বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় সীমা বাড়ানো হবে না। আধার কার্ড বর্তমানে প্রতিটি ভারতবাসীর কাছে খুব গুরুত্বপুর্ণ নথি। পরিচয়পত্র হিসেবে আধার কার্ডই ব্যবহার করা হয়। তাই আধার কার্ডের তথ্য সবসময় ব্যবহারকারীকে আপডেট রাখতে হবে।
আধার কার্ড আপডেট কি জরুরি?
যদি কোনো ব্যবহারকারী গত 10 বছর পর্যন্ত একটি বারও আধার কার্ড আপডেট না করে থাকে তাহলে তাকে এই কাজ করতেই হবে। নাহলে অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি। UIDAI যে বিনামূল্যে আপডেটের (Free Aadhaar Card Update) সুযোগ দিয়েছে তা কেবল অনলাইনে অর্থাৎ নিজে যদি ফোনের মাধ্যমে করেন তাহলেই এই সুবিধা পাবেন।
আধার কার্ড আপডেটের শেষ তারিখ
আর যদি সাইবার ক্যাফেতে বা আধার কেন্দ্রে গিয়ে আপডেট করেন তাহলে 50 টাকা চার্জ নেওয়া হয় এই কাজ করার জন্য। এর আগে বিনামূল্যে আপডেটের (Aadhaar Card) শেষ তারিখ দিয়েছিল 14 ই জুন 2024। কিন্তু এবার আবার আপডেট করার সময় বাড়িয়ে 14 ই সেপ্টেম্বর 2025 করা হয়েছে। এর আগেও অনেকবার সময় সীমা বাড়ানো হয়েছে।
কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন?
তাই অনেকেই মনে করছেন এবার যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই কাজ করতে হবে আর সময় বাড়ান হবে না। 14 ই সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে আধার আপডেট করতে চাইলে বাড়িতে বসে ফোনের বা কম্পিউটার এর মাধ্যমে কাজটি করতে পারবেন। আর যদি নিজে করতে না চান তাহলে আপনি কোনো সাইবার ক্যাফে বা আধার কেন্দ্রে গিয়ে কাজটি সেরে আসতে পারবেন।
Aadhaar Card Update Process Online
1) প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2) এখন আধার আপডেট অপশনে ক্লিক করুন।
3) ধরুন আপনি যদি ঠিকানা আপডেট করতে চান তাহলে ঠিকানা নির্বাচন করুন।
4) এবারে আপনার ফোন নম্বরটি দিন সেই নাম্বারে যে OTP আসবে তা ঠিক জায়গায় বসান।
4) এখন আপনাকে নথিপত্র আপডেট অপশনে ক্লিক করে যে সব নথি চাইবে তা আপলোড করুন।
5) এরপর Submit for Aadhaar Update এ ক্লিক করুন।
6) এবারে আপনি 14 নাম্বারের একটি URN নাম্বার পাবেন।
7) এই নাম্বারের মাধ্যমে আপনি আধার কার্ড আপডেটের প্রক্রিয়া ট্রাক করতে পারবেন।
Written by Ananya Chakraborty.