গুরুত্বপূর্ণ খবর

Ration – কেরোসিন তেল নিয়ে নতুন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে! রেশন কার্ড গ্রাহকরা আজই জানুন

রাজ্য সরকার ও রাজ্যবাসির জন্যে খারাপ খবর! রেশনে (Ration) বরাদ্দ কেরোসিনের (Kerosene Oil) থেকেও কম কেরোসিন পাবে পশ্চিমবঙ্গবাসী এবার থেকে। কেন্দ্র সরকার (Central Government) আরো কমিয়ে দিল তেলের সাপ্লাই। কিন্তু কেন? আর কত কমানো হল কেরোসিন তেল চলুন দেখে নিন বিস্তারিত। লোকসভা ভোট চলছে সারা দেশে গতকাল আরো এক দফার ভোট হয়ে গেল রাজ্যে আর এরই মধ্যে কেন্দ্র সরকার রাজ্যের বরাদ্দ কেরোসিন তেল কমিয়ে দিল (Ration Card).

Ration Card Holders Get Less Kerosene Oil.

গরিব মানুষদের জ্বালানির অন্যতম উপাদান কেরোসিন তেল। গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) থাকলেও গ্রামের অনেক গরিব মানুষ গ্যাস যাতে একটু হলে বাঁচানো যায় তার জন্যে উনোনে রান্না করেন আর তাই তাদের কেরোসিন দরকার বেশি হয়। গরম বাড়ছে ফলে কারেন্ট যায় সব সময় এই সময় কেরোসিন তেল দিয়ে অনেক বাড়িতে বাতি জ্বালানো হয়। আর Ration বা রেশনের মাধ্যমে পাওয়া কেরোসিন তেলের মাধ্যমে সকলের চাহিদা পূরণ হত।

এটি কলকাতা সহ সব শহরাঞ্চলেই দেখা যায়। এই গরমকালে এমনিতেই কেরোসিন তেলের চাহিদা বাড়ে, বিভিন্ন শিল্প ক্ষেত্র অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই কেরোসিন তেলের দরকার পরে। আর এবার এই কেরোসিন তেলের বরাদ্দ ও কমিয়ে দিল সরকার। বছর খানেক ধরেই কেন্দ্র সরকার রাজ্য সরকারকে 58 হাজার কিলোলিটার কেরোসিন তেল দিচ্ছিল Ration ব্যবস্থার মাধ্যমে।

এপ্রিল মাসেও রাজ্য সরকারকে 58 হাজার কিলোলিটার তেল দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু এবার কেন্দ্র সরকার চিঠি পাঠিয়ে জানায় যে পশ্চিমবঙ্গ সরকারকে (Government Of West Bengal Ration System) মে ও জুন মাসের জন্যে দেওয়া হবে 39 হাজার 212 কিলোলিটার তেল অর্থাৎ মাসে 20 হাজার লিটারেরও কম তেল পাচ্ছে বাংলা (Bengal). নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার কেরোসিন তেল রেশন ব্যবস্থার মাধ্যমেই বন্টন করে থাকে।

তবে চাইলেও খোলা বাজার থেকে কেরোসিন তেল (Kerosene Oil Ration Card) সংগ্রহ করতে পারে না। এটা কেন্দ্র সরকারই প্রতিটি রাজ্যের জন্য বরাদ্দ করে থাকে। স্বাধীনতার পর থেকে গরিবের জ্বালানি হিসেবে পরিচিত কেরোসিন তেলে কেন্দ্র সরকার ভর্তুকি দিয়ে এসেছে। কিন্তু মোদী সরকারের (Modi Government) আমলে ক্রমশ এই ভর্তুকি (Kerosene Subsidy) কমিয়ে আনা হয়েছে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

10 বছর আগে যে দামে বিক্রি হচ্ছিল কেরোসিন তেল তার থেকেও দাম বহু গুণ বেড়ে গিয়েছে এখন। গরিব মানুষের কাজে লাগে কেরোসিন তেল। তাই বেশি দামেই কিনতে হচ্ছে কেরোসিন তেল গরিব মানুষদের। শুধু যে দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার তা নয়। Ration দোকানে বরাদ্দও কমিয়েছে। বছরখানেক ধরেই মাসে পশ্চিমবঙ্গ সরকারকে 58 হাজার কিলোলিটার করে কেরোসিন বরাদ্দ করছিল।

ছেলেমেয়েদের 800 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, আবার নতুন আবেদন শুরু

কেন্দ্র কিন্তু হঠাৎ করে সেটা বিপুলভাবে কমিয়ে দেওয়া হয়েছে। মে ও জুন মাসে বাংলার জন্য মোট 40 হাজার কিলোলিটার এরও কম কেরোসিন তেল বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। ভালো করে হিসেব করলে দেখা যাবে প্রতি মাসে 38 হাজার কিলোলিটার করে বরাদ্দ কমিয়েছে মোদী সরকার। আর এতে রাজ্য সরকার থেকে গরিব মানুষ সবার মাথায় হাত (Ration). কিভাবে গরিব মানুষদের কেরোসিন তেল দেবে রাজ্য সরকার তা বুঝতে পারছে না।Written by Ananya Chakraborty.

 বিনা পরিশ্রমে 1500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ছেলে মেয়ে সবাই টাকা পাবে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *