School Pass Fail: আবার শুরু হচ্ছে পাশ ফেল প্রথা! শিক্ষা মন্ত্রকের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হল?
আমরা সকলেই স্কুলে পাশ ফেল (School Pass Fail) পদ্ধতি সম্পর্কে জানি। কিন্তু বিগত কিছু বছর ধরে এই প্রথা তুলে নেওয়া হয়েছিল পড়ুয়াদের কথা ভেবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফের ফিরতে চলেছে পাচ বছর আগের নিয়ম। গতকালই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। ফিরতে চলেছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল পদ্ধতি (Education Department).
New Education Policy 2020 School Pass Fail
২০১৯ সালে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে নেওয়া হয়েছিল। ফের ৫ বছর বাদে বদলাতে চলেছে ভারতীয় শিক্ষানীতি আইন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে আরেকবার সুযোগ পাবেন ক্লাস টেস্ট দেওয়ার। এই ক্লাস টেস্ট নেওয়া হবে বার্ষিক পরীক্ষা হওয়ার দুই মাস পর।
জাতীয় শিক্ষানীতি ২০২০
বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হলেও আরেকবার সে সুযোগ পাবে ক্লাস টেস্ট পরীক্ষায়। যদি কোন ছাত্র বা ছাত্রীর ক্লাস টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে তবে তাকে আগের শ্রেণীতেই পড়তে হবে। এই নতুন নিয়মে জাতীয় শিক্ষানীতিতে বড় সড় বদল হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই নতুন সিদ্ধান্তে ছাত্র ছাত্রীদের মধ্যে কি কি সুফল হবে সে বিষয়ে আলোকপাত করা যাক।
School Pass Fail rule change
২০১৯ সালে সরকারের পক্ষ থেকে বিদ্যালয় গুলোর পঞ্চম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল অর্থাৎ ছাত্র ছাত্রীরা যদি পাশ নম্বরের থেকেও কম নাম্বার পেত তাহলেও তাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হতো। এর ফলে ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ সেটা অনেকটাই কমে গিয়েছিল। যদিও এই পাশ ফেল তুলে দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল এই লক্ষ্যে।
যাতে ছাত্র ছাত্রীরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার মাধ্যমে বুনিয়াদি শিক্ষা লাভ করতে পারে, কিন্তু এই নিয়ম কার্যকর হওয়ার পরে ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ কমে গিয়েছিল, সেই সাথে ভালো ফল করার একটা চেষ্টাও কমে গিয়েছিল। কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় সহ মোট ৩০০০ টিরও বেশি বিদ্যালয়ে এবার থেকে চালু থাকবে পাশ ফেল প্রক্রিয়া।
কেন্দ্রীয় সরকারের এই নিয়ম রাজ্য গুলির স্কুল গুলোতেও লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের পক্ষে এই নিয়মটি এখনই কার্যকর না হলেও পরবর্তী কার্যকর করা হতে পারে কারণ নতুন নিয়ম অনুযায়ী ছাত্র ছাত্রীরা যদি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে তাকে দুই মাসের মধ্যে আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষে এই নিয়ে কি হয় সেই চিন্তায় সকলে।
তবে সেই পরীক্ষায় অনুত্তীর্ণ হলে তাকে কোনো ভাবেই স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। সেই ছাত্র ও ছাত্রীকে আগের শ্রেণীতেই পুনরায় ভর্তি নিতে হবে। এই নতুন নিয়ম অনুযায়ী ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ লক্ষ্য করা যাবে, সেই সাথে পড়াশোনার মান উন্নয়ন হবে এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি আরো বেশি মনোযোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
একজন ছাত্র বা ছাত্রী যে বিষয়ে দুর্বল সেই বিষয়টিতে বেশি লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। কেন্দ্র সরকারের পাশ ফেল পদ্ধতি পুনরায় কার্যকরী করার ফলে শিক্ষাবস্থায় যে রকম নতুন দিক খুলে যাবে, শিক্ষার মান উন্নয়ন ঘটবে, সেই সাথে ছাত্র ছাত্রীদের মৌলিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। কেন্দ্র সরকারের এই জাতীয় শিক্ষানীতি রাজ্য গুলির ওপর একটা শুভ ফল এনে দেবে। এই নতুন শিক্ষা নীতিতে রাজ্য গুলো মেনে চললে রাজ্য শিক্ষানীতিতেও একটা বড়সড়ো বদল আসতে চলেছে।
Written by Shampa debnath