Holiday: পুজোর আগে অতিরিক্ত ছুটি পাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। ছুটির তালিকার সঙ্গে মিলিয়ে নিন
Holiday List 2025
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০২৫ সালের পুজোকে কেন্দ্র করে রাজ্য সরকার অতিরিক্ত ছুটির (Holiday) ঘোষণা করেছে। প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোর আগে ও পরে কিছু বিশেষ ছুটি মিলছে, যার ফলে লম্বা ছুটির আনন্দ উপভোগ করতে পারবেন কর্মীরা। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে এবং কোন শ্রেণির কর্মীরা এই সুবিধা পাবেন।
West Bengal Holiday List 2025
পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় ইতি মধ্যেই দুর্গাপুজোর সময় বেশ কিছু ছুটি নির্ধারিত ছিল। তবে এবারে করম পুজোর দিন এবং তার পরদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। করম পুজো ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ও পরের দিন ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার, এই অতিরিক্ত ছুটির ফলে কর্মীরা টানা তিন দিনের বিশ্রাম পেতে চলেছেন।
কারা এই অতিরিক্ত ছুটি পাবেন?
এই অতিরিক্ত ছুটি মূলত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। তবে বিশেষত যেসব কর্মীরা পাহাড়, জঙ্গলমহল, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে কর্মরত, তারা এই করম পুজোর ছুটি (Holiday) বিশেষভাবে উপভোগ করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক দফতরের কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী যেখানে ছুটি প্রযোজ্য।
করম পুজোর গুরুত্ব এবং এই ছুটি কেন?
করম পুজো মূলত আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম প্রভৃতি জেলায় এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বৃহৎ অংশ এই পুজো পালন করেন বলে রাজ্য সরকার এই বিশেষ ছুটি ঘোষণা করেছে।
এক নজরে সেপ্টেম্বর ২০২৫-এ রাজ্য সরকারি ছুটির সম্ভাব্য তালিকা
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) – মহালয়া, ৫ সেপ্টেম্বর (শুক্রবার) – করম পুজো, ৬ সেপ্টেম্বর (শনিবার) – করম পরবর্তী দিন, ১৩ সেপ্টেম্বর (শনিবার) – দ্বিতীয় শনিবার, ২০ সেপ্টেম্বর (শনিবার) – চতুর্থ শনিবার। এইভাবে সেপ্টেম্বর মাসে একাধিক ছুটির (Holiday) কারণে রাজ্য সরকারি কর্মীরা স্বস্তি পাবেন এবং উৎসবের সময় পরিবার-পরিজনকে আরও সময় দিতে পারবেন।
আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? লক্ষ্মী ভাণ্ডার অনলাইন স্ট্যাটাস চেক
সারসংক্ষেপ
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই অতিরিক্ত ছুটির (Holiday) সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। উৎসবের মরশুমে ছুটি মানেই মানসিক বিশ্রাম ও পরিবারকে সময় দেওয়ার সুযোগ। বিশেষত যাঁরা প্রত্যন্ত এলাকায় কাজ করেন, তাঁদের জন্য এই ছুটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী দিনে আরও উৎসবকে কেন্দ্র করে এমন ছুটির সম্ভাবনার দিকে চোখ রাখতেই হবে।



