অর্থনীতি

SBI এর নতুন গাইডলাইন। না মানলে বন্ধ হবে অ্যাকাউন্ট

বিশ্বজুড়ে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্রমাগত হারে সাইবার ক্রাইমের ঘটনা বাড়ছে। আর বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের বিভিন্ন প্রান্তেও সাইবার ক্রাইমের ঘটনাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যার ফলে বিভিন্নভাবে গ্রাহকদের নাজেহাল হতে হচ্ছে। আর তাই গ্রাহকদের এই সমস্ত সমস্যা থেকে রক্ষা করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) তরফে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে নিজেদের সুরক্ষিত রাখার জন্য বেশ কতোগুলি গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, বর্তমানে পাসওয়ার্ড হ্যাকিংয়ের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং এবং মেইল হ্যাকিংয়ের ঘটনাগুলিও যথেষ্ট পরিমাণে বেড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড না থাকার কারণে বেশিরভাগ সময়েই মেইল সহ অন্যান্য অ্যাকাউন্টগুলি হ্যাক করে নেওয়া অত্যন্ত সহজ হয়ে ওঠে। আর তার ফলস্বরূপ গ্রাহকদের সর্বস্ব খোয়াতে হয়।

তবে শুধুমাত্র মেইল কিংবা অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে নয়, নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও পাসওয়ার্ড দুর্বল থাকার কারণে গ্রাহকদের অ্যাকাউন্টের টাকা খোয়াতে হয়। আর এই সমস্ত বিষয়গুলি নজরে রেখেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই নতুন গাইডলাইনগুলি প্রকাশ্যে আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই গাইডলাইনগুলিতে SBI-এর তরফে গ্রাহকরা কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোন কোন পদ্ধতি মেনে চলবেন তা জানানো হয়েছে।

ইশ্রম কার্ড থাকলেই প্রতি মাসে পাওয়া যাবে হাজার টাকা। বিস্তারিত জেনে নিন।

SBI-এর তরফে জানানো হয়েছে যে, পাসওয়ার্ড তৈরির সময় এমন কোনো শব্দকে বেছে নিতে হবে, যা সহজে অনুমান করা সম্ভব নয়। এক্ষেত্রে গ্রাহকদের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য যেগুলি সহজে অনুমান করা সম্ভব যেমন:- নিজের নাম, পরিবারের সদস্যদের নাম, গাড়ির নম্বর সহ অন্যান্য তথ্যগুলি পাসওয়ার্ড হিসেবে নির্বাচন করতে বারণ করা হয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের বারংবার নিজেদের পাসওয়ার্ড পরিবর্তনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এই গাইডলাইনগুলিতে গ্রাহকদের পাসওয়ার্ড মনে রাখার দিকে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাসওয়ার্ড কোথাও লিখে রাখতে অথবা পেস্ট করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়াও পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করতেও বারণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই হ্যাকাররা গ্রাহকদের ব্যাংক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ভয় দেখিয়ে থাকে, যার ফলে গ্রাহকরা সহজেই তাদের পাসওয়ার্ড এমনকী এটিএম পিন পর্যন্ত বলে দেন। তাই SBI-এর কর্তৃপক্ষের তরফে এই বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের তরফে।

এছাড়াও এই গাইডলাইনগুলিতে গ্রাহকরা পুরোনো পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে কিভাবে নতুন পাসওয়ার্ডের জন্য আবেদন জানাতে পারবেন তা সম্পর্কেও জানানো হয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের উক্ত সাইটের Forgot password অপশনে ক্লিক করে সমস্ত সঠিক তথ্য সাবমিট করার মাধ্যমে নতুন পাসওয়ার্ডের জন্য আবেদন জানাতে বলা হয়েছে। অন্যদিকে, এও জানানো হয়েছে যে, একবার নতুন পাসওয়ার্ডের জন্য আবেদন জানালে তার ১০ দিনের মাথায় গ্রাহকরা নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন। সুতরাং, আপনিও যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান তবে আপনাকেও SBI-এর এই নির্দেশিকাগুলি মেনে চলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *