ট্রেন্ডিং

House Rent – পশ্চিমবঙ্গে বাড়ি ভাড়া দেওয়া নিয়ে নতুন আইন। ভাড়াটে মালিক সবাইকে মানতেই হবে।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম বাড়ি ভাড়ার (House Rent). এই বাড়ি ভাড়ার নিয়ম সঠিক মত না মানলে বাড়ি ছাড়তে হবে ভাড়াটিয়া দের। কিসেই নতুন নিয়ম জেনে নিন। আজকের এই প্রতিবেদন এই নতুন নিয়ম নিয়েই।
নতুন বছর পড়তেই নতুন নতুন নিয়ম চালু করতে শুরু করে দিয়েছে রাজ্য থেকে কেন্দ্র সব সরকারই। ব্যবসা বানিজ্য থেকে সিম কেনা, অর্থ্নৈতিক ক্ষেত্রে, রান্নার গ্যাস, সোনা রূপার দাম সব কিছুরই পরিবর্তন ঘটেছে। আর এবার এসবের সাথে যুক্ত হল বাড়ি ভাড়া (House Rent) এর নতুন নিয়ম।

House Rent New Rule Started.

বাড়ি ভাড়ার যে নতুন নিয়ম (House Rent) চালু করা হয়েছে তা আপাতত বিধাননগর ও সল্টলেকের জন্যে। কারন কলকাতার এই দুটি জায়গা হাইপ্রোফাইল জায়গা। এই দুই অঞ্চলই রাজ্যের গুরুত্ব পূর্ণ হাব এইখানেই বেশিরভাগ সরকারি দপ্তরের প্রধান কার্যালয় এবং বেসরকারি প্রচুর তথ্য প্রযুক্তি অফিস আছে। তাই স্বাভাবিক ভাবেই কাজের সূত্রে অনেক মানুষ এই বিধাননগর ও সল্টলেক এলাকায় বাড়ি ভাড়া (House Rent) নিয়ে থাকে।

আর এই ঘনবসতিপূর্ণ অঞ্চলে প্রচুর মানুষের বাস। এছাড়াও অনেক হাই প্রোফাইল কর্ম কর্তারাও এখানে বসবাস করে। তাই সেই জন্যে মুখ্যমন্ত্রী এই দুই সেক্টরে বাড়ি ভাড়া (House Rent In WB) দেওয়া নিয়ে নতুন নিয়ম চালু করেছে। কলকাতা পুরনিগম এবং রাজ্য প্রযুক্তি দফতরের তরফ থেকে এই নিয়ম চালু করা হয়েছে। এই নিয়ম মানতে না পারলে বাড়ি ছেড়ে দিতে হবে।

Diesel Petrol Price (পেট্রোল ডিজেলের দাম)

বাড়ি ভাড়ার নতুন নিয়ম

এই নিয়মে প্রথমে, পুরনিগমের অস্থায়ী পারমিশন নিতে হবে। সেই সঙ্গে কর্পোরেট আইডেন্টিফিকেশন নম্বর, বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট এবং নগদ পনেরো হাজার টাকা জমা করতে হবে। এরপর 90 দিনের মধ্যে বাড়ি ভাড়ার (House Rent) চূড়ান্ত অনুমোদন নিতে হবে। বাড়ি ভাড়ার জন্য আবশ্যিক পূর্বশর্ত গুলি হলো বাড়ির মালিকের সাথে একটি এগ্রিমেন্ট করতে হবে এবং সেই এগ্রিমেন্ট বাড়ি ভাড়া নেওয়ার পরিস্কার কারণ উল্লেখ করতে হবে।

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আবার কমলো। পশ্চিমবঙ্গে নতুন দাম জানুন।

এছাড়াও যদি তথ্যপ্রযুক্তির কাজের জন্য বাড়ি ভাড়া (House Rent) নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরেরও অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট ভাড়াটিয়াকে। ওপরের এই নিয়ম গুলো না মানলে আগামী এক মাসের মধ্যে বাড়ি ছাড়তে হবে ভাড়াটিয়াকে। আর এই নিয়ম ধীরে ধীরে পশ্চিমবঙ্গের (West Bengal) সর্ব স্থানে চালু করা হবে বলেই মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

ঘরে বসে হাজার হাজার টাকা আয় করার দারুণ সুযোগ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *