প্রকল্প

প্রকাশিত হলো নতুন রেশন কার্ডের তালিকা, বাদ গেল প্রচুর নাম

রেশন কার্ড নিয়ে দুর্নীতি এবং বিতর্ক বরাবরই সাধারণ মানুষের চর্চার শিখরে থেকেছে। আর এবারে রাজ্য সরকারের এক নতুন পদক্ষেপের কারণে এই চর্চা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। করোনা অতিমারীর সময়ে দেশের সাধারণ মানুষকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশেষ ধরনের রেশন কার্ড কার্যকরী করা হয়েছিলো যেগুলির মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে কিংবা অতি স্বল্পমূল্যে রেশন পেয়ে থাকেন। আর এই বিনামূল্যের কিংবা স্বল্প মূল্যের রেশন কার্ড নিয়ে দুর্নীতির অন্ত নেই। বিভিন্ন অভিযোগের জেরে কেন্দ্র সরকারের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখায় জানা গিয়েছিলো যে, এমন বহু মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন যারা তা পাওয়ার যোগ্য নন।

কেন্দ্রীয় সরকার তথা বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে বারংবার সাধারণ মানুষকে জানানো হয়েছিলো, যেসমস্ত অযোগ্য ব্যক্তিরা বিনামূল্যে রেশনের সুবিধা ভোগ করছেন তারা যেন অতি শীঘ্রই রেশন কার্ড সারেন্ডার করে। রেশন কার্ড সারেন্ডার না করলে জরিমানা এবং আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ পর্যন্ত জারি করা হয়েছিলো। তবে তাতেও কোনো ফল মেলেনি। আর তাই এবারে রাজ্য সরকারের তরফে অযোগ্য এবং যোগ্য রেশন কার্ডধারীদের পৃথক করার উদ্যোগ নেওয়া হয়েছিলো। যতো তাড়াতাড়ি সম্ভব অফিসারদের এই যাচাই করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিলো রাজ্য সরকারের তরফে। এমনকী যাচাইকরণের প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য, অযোগ্য রেশন কার্ডধারীদের পৃথক করা হলে যোগ্য রেশন কার্ডধারীদের নতুন রেশন কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো। তবে যোগ্য রেশন কার্ডধারীদের নতুন রেশন কার্ড দেওয়াতেই থেমে থাকেনি রাজ্য সরকার।

এর পাশাপাশি অযোগ্য রেশন কার্ডধারীদের রেশন কার্ড তৎক্ষণাৎ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিলো। আর ইতিমধ্যেই এই যাচাইকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। যার কারণে নতুন করে রেশন কার্ডধারীদের নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তরপ্রদেশের রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নতুন তালিকায় যেমন বহু সাধারণ নাগরিকের নাম যুক্ত হয়েছে তেমনভাবেই বাদ পড়েছে বহু অযোগ্য নাগরিকের নামও। এই নতুন তালিকায় যেসমস্ত সাধারণ মানুষের নাম যুক্ত হয়েছে তারা আগামী দিনে স্বল্পমূল্যে শস্য পেয়ে যাবেন। এছাড়াও এই নতুন রেশন কার্ডটিকে নাগরিকরা একটি অফিশিয়াল নথি হিসেবে ব্যবহার করতে পারবেন। এমনকী যেসকল নাগরিকরা এই নতুন কার্ডগুলি পাবেন সেই নাগরিকদের অর্থনৈতিক অবস্থা অনুসারে তাদের এপিএল কার্ড, বিপিএল কার্ড এবং অন্ত্যোদয় কার্ড দেওয়া হবে। বিগত দিনে যেসমস্ত ব্যক্তিরা এই নতুন তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিদের নামই এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অল্প টাকায় শুরু করুন এই ৯ ব্যাবসা, মাস শেষে ইনকাম হবে মোটা টাকা

আপনিও যদি উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন এবং এই নতুন রেশন কার্ডের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করে থাকেন তবে এখন আপনিও বাড়িতে বসেই দেখে নিতে পারবেন রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নতুন তালিকায় আপনার নাম রয়েছে কিনা। তবে এর জন্য আপনাকে সাধারণ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেগুলি হলো:-
১. প্রথমেই আপনাকে উত্তরপ্রদেশের ফুড সেফটি এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট http://fsdaup.gov.in/ -এ যেতে হবে।

২. এরপর আপনাকে রেশন কার্ডের যে তালিকা রয়েছে সেখানে যেতে হবে এবং নিজের জেলা সঠিকভাবে নির্বাচন করতে হবে।

৩. এরপর আপনি যে গ্রামে অথবা শহরে বসবাস করেন সেই গ্রামে কিংবা শহরে আপনার বাসস্থানের নিকটবর্তী রেশন ডিলারের নাম নির্বাচন করতে হবে।

৪. উপরোক্ত প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করলেই আপনার সামনে ২০২২ সালের নতুন রেশন কার্ডধারীদের নামের লিস্ট চলে আসবে। এই লিস্ট থেকেই আপনি খুঁজে নিতে পারবেন এতে আপনার নাম রয়েছে কিনা।

উত্তরপ্রদেশের যেসমস্ত অযোগ্য ব্যক্তিরা বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে রেশনের সুবিধা ভোগ করছিলেন তাদের পরিবর্তে বঞ্চিত হচ্ছিলেন প্রয়োজনশীল যোগ্য ব্যক্তিরা। আর এবারে এই সমস্ত যোগ্য ব্যক্তিরা যাতে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেতে পারেন তার জন্যই এই যাচাইকরণের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছিলো উত্তরপ্রদেশের রাজ্য সরকারের তরফে। আর এবারে এই অযোগ্য ব্যক্তিদের পরিবর্তে অন্ত্যোদয় সম্প্রদায়ভুক্ত অথবা প্রয়োজনশীল পরিবারের ব্যক্তিরাদের তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়ার খাতিরেই এই নতুন তালিকা জারি করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *