টেলিকম

New Recharge Plan: দীপাবলির আগে নতুন প্ল্যান আনল Jio! গ্রাহকদের জন্য উপহার

দেশের নাম্বার 1 টেলিকম সংস্থা জিও তাদের গ্রাহকদের প্রায়শই বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার (New Recharge Plan) করে থাকে। এমনি দুই নতুন রিচার্জ প্ল্যান এনেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও। সম্প্রতি Jio কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম কিছুটা বাড়িয়েছে, যার ফলে অনেক গ্রাহক প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে।

সংক্ষেপে

Jio New Recharge Plan 2024

আর এই কারণের জন্য অনেক গ্রাহকরা এই রিলায়েন্স জিও ছেড়ে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL এ পোর্ট করে যাচ্ছিলেন। আর মূলত 4G গ্রাহকরাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই কারণের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জিওকে। আর এই জন্য এবারে গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য জিওর তরফে দীপাবলির আগে দারুণ সিদ্ধান্ত নেওয়া হল।

Jio Recharge Plans 2024

দুটি রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plan) মধ্যে মাত্র 1 টাকার পার্থক্য। আজ আপনাদের বলব এই দুটি রিচার্জ প্ল্যানে 1 টাকার পার্থক্য থাকলেও 2 টি প্ল্যানে কি কি সুবিধা পাবেন আর কোন প্ল্যানটি আপনার জন্যে ভালো হবে সে ব্যাপারে। রিলায়েন্স জিওএর যে দুটি প্ল্যান এর ব্যাপারে আমরা বলছি তা হল 1028 টাকার রিচার্জ প্ল্যান আর 1029 টাকার রিচার্জ প্ল্যান।

1028 Rupees New Recharge Plan

এই New Recharge Plan-র ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন 2 GB ডেটা প্রতিদিন অর্থাৎ মোট 168 GB ডেটা, 5G ফোন থাকলে আনলিমিটেড ইন্টারনেটের সঙ্গে Unlimited Calling, 100 টি SMS বিনামূল্যে। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাচ্ছেন Jio TV, Jio Cloud, Jio Cinema-র ফ্রি Subscription. 50 টাকার ক্যাশব্যাক কুপনও পেতে পারেন সকল গ্রাহকরা।

Yuvasree Prakalpa (যুবশ্রী প্রকল্প)

1029 Rupees New Recharge Plan

1028 টাকার প্ল্যানটির সাথে এই প্ল্যানটির (New Recharge Plan) অনেক মিল রয়েছে। যেমন এই প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন, এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন 2GB ডেটা প্রতিদিন অর্থাৎ মোট 168 GB ডেটা ও 5G ব্যবহারের সুবিধা থাকলে ইন্টারনেট ও Unlimited Calling, 100 টি SMS বিনামূল্যে। Jio TV, Jio Cloud, Jio Cinema Free Subscription. এই গুলো ছাড়া থাকছে Amazon Prime Lite-র ফ্রি Subscription.

ধনতেরাসের আগে সোনা কিনুন ১০০ টাকায়! অবিশ্বাস্য হলেও সত্যি খবর

কোন প্ল্যানটি সেরা?

আপনি যদি এই দুটি রিচার্জ প্ল্যান ভালো মত দেখেন তাহলে দেখতে পাবেন জিওর 1029 টাকার রিচার্জ প্ল্যানে আপনারা 1 টাকা বেশি খরচ করে Amazon Prime Lite-র মত লাইভ স্ট্রিমিং Subscription. যারা OTT লাইভ স্ট্রিমিং পছন্দ করেন তাদের জন্য এটি দারুন বিকল্প। কিন্তু আপনারা 1028 টাকা রিচার্জ করেন তাহলে Amazon Prime Lite-র মাধ্যমে আপনি Amazon Prime Video-র প্রিমিয়াম কনটেন্ট গুলো উপভোগ করতে পারবেন না।
Written by Ananya Chakraborty.

Related Articles