অর্থনীতি

Post Office Scheme – পোস্ট অফিসে বিনিয়োগের নিয়ম বদল, নতুন পুরনো সব গ্রাহকরা জানুন

নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পোস্ট অফিসের স্কিমে বা Post Office Scheme বিনিয়োগ করেন অনেকেই। এবার এই পোস্ট অফিসের বিনিয়োগের (India Post Office Investment) নিয়মে কিছুটা পরিবর্তন আনা হল। এবার থেকে পোস্ট অফিসে বিনিয়োগ করতে গেলে একটি নথি লাগবেই। যা ছাড়া পোস্ট অফিসে বিনিয়োগ করতে পারবে না কোনো ব্যক্তি। চলুন দেখে নিন কি সেই নথি।

India Post Office Scheme Investment New Rule.

পোস্ট অফিস এবার থেকে আয়কর বিভাগের (Income Tax Department) সাথে ক্রস চেক করে স্থায়ী একাউন্ট নম্বর (Permanent Account Number) বিবরণের বৈধ্যতা যাচাই করবে। এটি নিশ্চিত করার জন্যে যে কার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করা আছে এবং তাদের দেওয়া নাম ও জন্ম তারিখ ঠিক কি না। আর এবার থেকে যে কোন Post Office Scheme এ বিনিয়োগের আগে এই সম্পর্কে যাচাই করা হবে।

পোস্ট অফিস স্কিম এত জনপ্রিয় কেন?

দেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমাদের দেশের কোটি কোটি মানুষ পোস্ট অফিসে তাদের কষ্টের টাকা বিনিয়োগ করেছেন এবং ভালো পরিমাণে রিটার্নও পেয়েছেন। এছাড়াও পোস্ট অফিস সম্পূর্ণ রূপে ভারত সরকারের (Government of India) অধিনস্ত হওয়ার কারণের জন্য অনেকেই Post Office Scheme গুলোকে সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত বলে মনে করে।

পোস্ট অফিসে কবে থেকে এই নিয়ম চালু হবে?

এই নিয়ম গত বছরই বাধ্যতামূলক করা হয়েছিল। 1লা এপ্রিল 2023 থেকে Post Office Scheme গুলোতে বিনিয়োগ করার জন্যে PAN এবং আধার বিবরণ প্রদান করা বাধ্যতামূলক। কোনো অমিল যদি থাকে এই দুটি নথির মধ্যে তাহলে বিনিয়োগ করা যাবে না পোস্ট অফিসের স্কীম গুলোতে। প্যান বৈধ্যতার জন্যে, সিবিএস সিস্টেমটি প্রোটিন ই-গভ টেকনোলজিস (বিগত NSDL) সিস্টেমের সঙ্গে একীভূত।

প্রোটিন সিস্টেম থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া গুলোর উপর ভিত্তি করে, প্যান ফিনাকলে বৈধ করা হয়, এই সিস্টেমটি 30শে এপ্রিল, 2024 পর্যন্ত চালু ছিল। PPF, NSC এইসব ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (Post Office Scheme) বিনিয়োগের জন্য প্যান কার্ড ও আধার কার্ড (UIDAI Aadhaar Card) বাধ্যতামূলক করা হয়েছে। 7ই মে 2024 এ জারি করা পোস্ট অফিসের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1লা মে 2024 থেকে প্যান বৈধ্যতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটি সংশোধন করা হয়েছে।

Post Office Scheme Investment Rule

সরকারি সঞ্চয় প্রচার সাধারন বিধিমালা। 201G এর বিধি 6A বিধান অনুসারে বিজ্ঞপ্তি নম্বর G.s.R এর মাধ্যমে সংশোধন করা হয়েছে। 238(E) SB Order Number 8/2023 তারিখ 3রা এপ্রিল 2023 এর মাধ্যমে প্রচারিত। এটি নিশ্চিত করা উচিৎ যে নিম্নলিখিত Post Office Scheme বিনিয়োগের তারিখে আমানতকারীর কাছ থেকে প্যান কার্ড গ্রহণ করা বাধ্যতামূলক।

ATM Cash Withdrawal (এটিএম থেকে টাকা তোলা)

পোস্ট অফিস একাউন্টে (Post Office Account) যেকোনো সময় ব্যালেন্স 50 হাজার টাকা ছাড়িয়ে যায়। যেকোনো আর্থিক বছরে একাউন্টে সব ক্রেডিট 1 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। একাউন্ট থেকে 1 মাসে সব উত্তোলন এবং স্থানান্তরের মোট দশ হাজার টাকা ছাড়িয়ে যায়। আগের শর্ত গুলি প্রযোজ্য নয় এমন ক্ষেত্রে আমানতকারীদের একাউন্ট খোলার সময় বাধ্যতামূলকভাবে প্যান জমা দিতে বাধ্য করা উচিত নয়।

টাকার দরকার হলেই টাকা পাবেন। এই প্রকল্পে শীঘ্রই আবেদন করুন

ফর্ম 60 পাওয়ার পরে একাউন্ট খোলা যেতে পারে। যা আমানতকারীদের দ্বারা PAN দিয়ে প্রতিস্থাপিত করা উচিৎ। উপরে উল্লেখিত যে কোনও ঘটনা ঘটার তারিখ থেকে দুই মাসের মধ্যে, যেটি তাড়াতাড়ি হয়। অতএব এখন থেকে সকল গ্রাহকদের Post Office Scheme বিনিয়োগের আগে আধার ও প্যান লিংক এবং তা জমা করা বাধ্যতামূলক। এছাড়াও যেই সকল পুরনো গ্রাহকরা এই কাজ করেননি তারা এখনই এই কাজ সেরে ফেলুন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *