প্রকল্প

কৃষকদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প, জমি থাকলেই করা যাবে আবেদন

পশ্চিমবঙ্গের ক্ষুদ্র, প্রান্তিক কৃষক থেকে শুরু করে বৃহৎ ক্ষেত্রে কৃষিকাজের সাথে যুক্ত কৃষকদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নানাপ্রকার প্রকল্প কার্যকরী করা হয়েছে। আর এবারে বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমন এক প্রকল্প কার্যকরী করা হলো যাতে আপনারা সর্বনিম্ন ২০৪০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। তবে এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ কতো টাকা পাবেন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার কৃষিজমি এবং তার ফলনের উপর। আর রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পটি সমগ্র রাজ্য জুড়ে paddy procurement প্রকল্প নামে বিশেষ পরিচিত।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, গত ১লা নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের প্রথম দিন থেকে শুরু করেই রাজ্য সরকারের তরফে paddy procurement প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের থেকে ধান কেনা শুরু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে যে, সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৪৬৯ টি স্থায়ী ধানক্রয় কেন্দ্র বা CPC ইতিমধ্যেই কার্যকরী করা হয়েছে। এর পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ধান ক্রয় কেন্দ্রগুলি সরকারি ছুটির দিন বাদে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত খোলা রয়েছে। এই সময়ের মধ্যে কৃষকরা নিজেদের সুবিধামাফিক যেকোনো সময়ে স্থায়ী ধানক্রয় কেন্দ্রগুলিতে গিয়ে তাদের কৃষিজমির ধান বিক্রি করতে পারবেন।

এই খারিফ মরশুমে রাজ্য সরকারের তরফে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্ট্যাল প্রতি ২০৪০ টাকা। তবে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় এও জানানো হয়েছে যে, স্থায়ী ধানক্রয় কেন্দ্র এবং সরাসরি ধানক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে কৃষকরা উৎসাহ মূল্য হিসেবে কুইন্ট্যাল প্রতি অতিরিক্ত ২০ টাকা করে পেয়ে যাবেন। এই Paddy procurement প্রকল্পের আওতায় খারিফ মরশুম এবং বোরো মরশুম মিলিয়ে একজন কৃষক সর্বমোট এবং সর্বাধিক ৪৫ কুইন্ট্যাল ধান বিক্রয় করতে পারবেন। ধান বিক্রয় করার পর ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে NEFT এর মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, এই নির্দেশিকায় কৃষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ধানের নির্দিষ্ট গুণমান বজায় রেখে তবেই ধান বিক্রি করেন।

ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হলো, আপনি কখন টাকা পাবেন জেনে নিন

এছাড়াও এই নির্দেশিকায় কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ধানের গুণমান সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ নিষ্পত্তি করার জন্য প্রত্যেকটি ব্লকে একটি করে তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। কৃষকরা ধানের গুণমান সংক্রান্ত সমস্যার অভিযোগ এ কমিটির কাছে জানাতে পারবেন এবং তারা এই অভিযোগগুলি নিষ্পত্তির ব্যবস্থা করবেন। এছাড়াও কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, যেসমস্ত কৃষকরা ইতিপূর্বে একবার এই প্রকল্পের অধীনে তাদের নাম নথিভুক্ত করেছেন তাদের চলতি বছরে পুনরায় এই প্রকল্পের অধীনে নিজের নাম রেজিস্ট্রেশন করার কোনোরূপ প্রয়োজন নেই। ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ বছরগুলিতে যেসকল কৃষকরা এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনলেই এই নভেম্বর মাসে ধান বিক্রির সুযোগ পাবেন।

এছাড়াও খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে যে, যেসকল কৃষকদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তারা প্রয়োজনে রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ফোন নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কিংবা জমি সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন, তবে এক্ষেত্রে তারা রেজিস্ট্রেশনের সময় যে ফোন নম্বরটি ব্যবহার করেছেন সেই ফোন নম্বরটি অথবা আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি সংযুক্ত রয়েছে সেই ফোন নম্বরটি প্রয়োজন হবে। এই কাজগুলি কৃষকরা paddy procurement প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://procurement.wbfood.in/ থেকে সম্পন্ন করতে পারবেন। এছাড়াও এই সমস্ত কাজগুলি কৃষকরা ‘খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপ’ এর মারফতও এই সমস্ত কাজগুলি করতে পারবেন। তবে শুধু এই কাজগুলি নয়, এর পাশাপাশি ধান বিক্রি জন্য নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট ধান ক্রয় কেন্দ্র নির্বাচন করতে পারবেন কৃষকরা এই ওয়েবসাইটের মাধ্যমে।

উক্ত প্রকল্পের অধীনে কৃষকদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করার সময়ে কোন কোন নথি আবশ্যক তাও জানানো হয়েছে এই নির্দেশিকার মাধ্যমে।
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. আবেদনকারী কৃষকের এক কপি পাসপোর্ট সাইজের ছবি
৪. IFSC কোড যুক্ত ব্যাংকের পাস বই
৫. কৃষিজমি সংক্রান্ত নথিপত্র অথবা স্ব-ঘোষণা পত্র
৬. বৈধ মোবাইল নম্বর (কৃষকের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযুক্ত রয়েছে সেটি প্রদান করা গেলে অবশ্যই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওই নম্বরটি ব্যবহার করুন)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *